এশিয়া কাপ-২০২৫ একেবারে দরজায় কড়া নাড়ছে। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। সুর্যকুমার যাদবের নেতৃত্বে এবারের ভারতীয় দলটিতে রয়েছেন সহ-অধিনায়ক শুবমান গিল, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জাশপ্রীত বুমরাহসহ একঝাঁক তারকা ক্রিকেটার।
গ্রুপ ‘এ’-তে ভারত লড়বে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), পাকিস্তান ও ওমানের বিপক্ষে।
আগামী ১০ সেপ্টেম্বর ইউএই-এর বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরু হবে। এরপর ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান মহারণ।
এরই মধ্যে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ জানালেন, কারা হতে পারেন ভারতের জন্য টুর্নামেন্টের গেম চেঞ্জার। তার চোখে, পেসার জাশপ্রীত বুমরাহ, তরুণ ওপেনার অভিষেক শর্মা এবং রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী—এই তিনজনই একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।
সনি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘অভিষেক শর্মা গেম চেঞ্জার হতে পারে। বুমরাহ তো সবসময়ই গেম চেঞ্জার। আর বরুণ চক্রবর্তী রহস্যময় বোলিংয়ে সবসময় কার্যকর, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এরা এমন কিছু ক্রিকেটার, যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।
সম্প্রতি বুমরাহর খেলার সংখ্যা কমানো নিয়ে প্রশ্ন উঠলেও শেবাগ মনে করেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ মূলত বোলারদের জন্যই প্রয়োজনীয়। তিনি বলেন, ‘ব্যাটসম্যানদের জন্য তেমন সমস্যা নেই, কিন্তু ফাস্ট বোলারদের ফিটনেস ধরে রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরি। সঠিকভাবে পরিচালিত হলে তারা দীর্ঘ সময় খেলতে পারবে। বড় টুর্নামেন্টে ভারতের সাফল্যের জন্য সব ফাস্ট বোলারের ফিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাপের মঞ্চে তাই ভারতের ভরসার কেন্দ্রবিন্দুতে থাকছেন বুমরাহ, অভিষেক ও বরুণ। আগামী মাসে তাদের পারফরম্যান্সেই নির্ভর করবে সুর্যকুমার যাদবের দলের ভাগ্য।
ইউটি/এসএন