মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার মূলহোতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত নয়ন-পিয়াস-রিপন বাহিনীর প্রধানসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র‍্যাব-১১ -এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ আগস্ট মধ্য রাতে রাজধানীর মতিঝিলের গাংচিল হোটেলে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় হামলার ঘটনায় জড়িত মো. হারুনকে (৪৭) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টায় যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে মো. জামিল উদ্দিন মাসুমকে (৪০) গ্রেপ্তার করা হয়। এরপর সকালে গাজীপুর সদর থানার তেলিপাড়া এলাকা থেকে নয়ন-পিয়াস-রিপন বাহিনীর প্রধান রিপনকে (৪১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি বাটন ফোনও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন থানায় ২টি অস্ত্র আইনে মামলা, ৫টি ডাকাতি মামলা, ৫টি হত্যা ও হত্যা চেষ্টা মামলা, ২টি চাঁদাবাজি মামলা, ৫টি চুরি মামলা, ১টি মাদকদ্রব্য আইনে মামলা ও ৩টি অন্যান্য মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

গণমাধ্যম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় নয়ন-পিয়াস-রিপন বাহিনীর সদস্যরা। পুলিশের পাল্টা গুলির কারণে আক্রমণকারীরা শেষ পর্যন্ত ট্রলারে চড়ে চাঁদপুরের মতলব থানার দিকে পালিয়ে যায়। পুলিশের পর্যবেক্ষণে ও অভিযান পরিচালনার কারণে হামলার মূলহোতারা গ্রেপ্তার হয়েছে।

স্থানীয়রা জানান, নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহল চালিয়ে আসছিল। এর সঙ্গে চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও নৌ ডাকাতি জড়িয়ে রয়েছে। ভয়ে স্থানীয়রা দীর্ঘদিন গ্রামে ফিরে আসতে পারছিল না। পুলিশ ক্যাম্প চালু হওয়ার পর জনগণ ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করে।

মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই (নিরস্ত্র) সৈয়দ আজহারুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারত-কানাডা সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নতুন হাইকমিশনার নিয়োগ Aug 29, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 29, 2025
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নিয়ে হুশিয়ারী দিলেন জামায়াত নেতা Aug 29, 2025
বিশ্ব অর্থনীতির ভারসাম্য দ্রুত এশিয়ার দিকে সরে যাচ্ছে: পুতিন Aug 29, 2025
দাবি নিয়ে যা জানালো প্রকৌশল শিক্ষার্থীরা Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া Aug 29, 2025
পাঠ্যবই ছাপানোয় অনিয়ম ঠেকাতে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্তে সরকার Aug 29, 2025
ভোটে জিতি বা না জিতি, সবার মন জয় করেছি - সর্ব মিত্র চাকমা Aug 29, 2025
যারা পিআর বুঝেনা তাদের রাষ্ট্রক্ষমতা চালানো নিয়ে প্রশ্ন তুললেন তাহের Aug 29, 2025
সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই ছাত্র সংসদ নির্বাচনের Aug 29, 2025
১ বছর কারাগারে থেকেও বদলায়নি সালমান এফ রহমানের আভিজাত্য Aug 29, 2025
তুরস্কের বিমান প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নতুন পদক্ষেপ Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগে নির্বাচন জানালো ইসি Aug 29, 2025
আলিয়া-পায়েলের তিক্ততার নতুন কাহিনি! Aug 29, 2025
img

জাকসু

প্যানেলে জায়গা না পেয়ে ছাত্রদল নেত্রীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা Aug 29, 2025
নতুন মাইলফলকে হামজার আনন্দঘন বার্তা! Aug 29, 2025
img
ডিএসসিসি এলাকায় টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর Aug 29, 2025
img
'দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে একতার অভাব' Aug 29, 2025
img
বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি ১৩ হাজার টন দেশীয় মাছ Aug 29, 2025
img
আ. লীগ সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি খালেদা জিয়া : ডা. জাহিদ Aug 29, 2025