ডু অর ডাই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিশাদের হোবার্ট

প্রথমবার অস্ট্রেলিয়ান লিগ বিগ ব্যাশে খেলতে নেমে দারুণ পারফর্ম করছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই তারকা লেগস্পিনার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ার পথে আছেন। এদিকে, পয়েন্ট টেবিলের তিনে থেকে বিগ ব্যাশের প্লে-অফ নিশ্চিত করায় রিশাদের দল হোবার্ট হারিকেন্সকে নকআউট ম্যাচ খেলতে হবে। অপরিহার্য জয়ের ম্যাচটিতে নামার আগে দুঃসংবাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগামীকাল (বুধবার) বিগ ব্যাশের নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসের মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স। তার আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক নাথান এলিস। এর আগে ১৪ জানুয়ারি লিগপর্বের সর্বশেষ ম্যাচে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলেছিলেন অস্ট্রেলিয়ান এই পেসার। সেই ম্যাচে চোট পান এলিস। তবে চোট কতটা গুরুতর তা তখন জানা যায়নি। নকআউটের পর তাকে পাওয়া যাবে কি না সেই নিশ্চয়তাও দিতে পারেনি হোবার্ট ফ্র্যাঞ্চাইজি।

রিশাদের দল বলছে, ‘তাকে (নাথান এলিস) কবে পাওয়া যাবে তা আসন্ন দিনগুলোয় জানা যাবে।’ এদিকে, মেলবোর্ন স্টারসের কাছে হারলেই বাদ পড়ে যাবে গত বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। এ ছাড়া আগামীকাল হোবার্টে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য রিশাদদের কপাল খুলে যাবে। পয়েন্ট টেবিলে তিনে থাকায় চতুর্থ অবস্থানধারী দলকে টপকে তারা চ্যালেঞ্জার ম্যাচে উত্তীর্ণ হবে। ফাইনালে ওঠার লক্ষ্যে ওই লড়াইয়ে নামতে হবে আগামী শুক্রবার। আজ (মঙ্গলবার) কোয়ালিফায়ারে পার্থ স্কচার্স ও সিডনি সিক্সার্সের মধ্যকার পরাজিত দলের সঙ্গে লড়তে হবে নকআউটে বিজয়ীদের।


নাথান এলিস চলমান বিগ ব্যাশে হোবার্টের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ৯.০৩ ইকোনমিতে তার শিকার ১৪ ‍উইকেট। পাওয়ার প্লে ও ডেথ ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডানহাতি এই অজি পেসার। ফলে নকআউট ম্যাচে তাকে হারিয়ে ফেলা হোবার্টের জন্য বড় ধাক্কাই বটে। ১৩ উইকেট নিয়ে এলিসের পরের অবস্থানে আছেন রিশাদ। ‍তিনি বল করেছেন ৭.৩২ ইকোনমিতে।

নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে হোবার্টকে নকআউট ম্যাচে নেতৃত্ব দেবেন বেন ম্যাকডারমট। এদিকে, জানুয়ারির শেষ নাগাদ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যা বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতির অন্যতম ভালো মঞ্চ। তবে ওই সিরিজে এলিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে রাখার কথা আগেই জানিয়েছিল অজিরা। টি-টোয়েন্টি ফরম্যাটে এলিস তাদের গুরুত্বপূর্ণ পেসার। এই দুজনের ইনজুরি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‘না (উদ্বেগের কিছু নেই) আশা করি সমস্যা হবে না। তারা কয়েকদিন খুব ব্যস্ত ছিল, চার-পাঁচ দিনে ২-৩ ম্যাচ খেলেছে।’

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
যাদের ৩ টা ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল Jan 20, 2026
img
এবার ফ্রান্সের ওপর ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি Jan 20, 2026
img
‘ইসি ঘেরাও’ কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ৩৩ নেতাকর্মীকে শোকজ Jan 20, 2026
img
বিবিএলের ‘সেরা’ বোলার হয়েও বিশ্বকাপে বাদ পড়তে পারেন পাকিস্তানি তারকা! Jan 20, 2026
মার্কিন দূতাবাসের নির্দেশনা না মানলে হবেন প্রতারিত! Jan 20, 2026
img
উপদেষ্টা পরিষদে নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন Jan 20, 2026
img
চলতি মাসেই পে স্কেল কার্যকর Jan 20, 2026
img
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 20, 2026
img
সংগীতশিল্পী অনীতা ঘোষ আর নেই Jan 20, 2026
img
এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন Jan 20, 2026
img
এমন জয়ের চেয়ে হার মেনে নেয়া সহজ: সাদিও মানে Jan 20, 2026
প্রচারের আগেই আচরণবিধি ভাঙছেন প্রার্থীরা Jan 20, 2026
img
ভাড়াটিয়া যে কোনো সময় ঢুকতে পারবেন বাসায় Jan 20, 2026
রিজিকের দুশ্চিন্তা কমানোর উপায় | ইসলামিক জ্ঞান Jan 20, 2026
img
দেব খুব ভালো ছেলে: রাজ চক্রবর্তী Jan 20, 2026
img
স্বাস্থ্যের দুই বিভাগ এক হচ্ছে : প্রেস সচিব Jan 20, 2026
img
আবারও মা হচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর, প্রকাশ্যে বেবিবাম্প Jan 20, 2026
img
ফুটবলারদের জন্য সুপার বোলের জমকালো উদ্বোধনীতে ‘গ্রিন ডে’ Jan 20, 2026
img
পন্টিংকে পাল্টে দিয়েছিল দ্য আন্ডারটেকারের পোস্টার Jan 20, 2026
img
স্কোয়াডে জায়গা পেতে নেইমারের কঠোর অনুশীলন Jan 20, 2026