বলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় নিয়ে উত্তেজনা তুঙ্গে। যশ রাজ ফিল্মসের বিখ্যাত ‘ধুম’ সিরিজে এবার যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা। দীর্ঘ বিরতির পর নির্মাতারা ‘ধুম ৪’ নিয়ে মাঠে নামতে চলেছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে, এই কিস্তিতে রয়েছেন বলিউডের আলোচিত তারকা রণবীর কাপুর। তবে চমক এখানেই শেষ নয়, তার বিপরীতে থাকবেন দক্ষিণ ভারতের একজন সুপারস্টার।
শিল্পমহলের ভেতরের খবর অনুযায়ী, সম্ভাব্য নাম ঘুরছে প্রভাস, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর কিংবা যশের মতো শক্তিশালী তারকাদের। কার সঙ্গে রণবীরের মুখোমুখি লড়াই হবে, তা নিয়েই ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে ‘ধুম ৪’-এর বড়সড় ঘোষণা আসতে পারে।
প্রথম তিন কিস্তি দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে। বিশেষ করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে হৃতিক রোশন, আমির খান প্রতিটি কিস্তিতে নতুন ভিলেন দর্শকের মনে দাগ কেটেছে। এবার দক্ষিণী শক্তির উপস্থিতি শুধু ছবির আকারই বাড়াবে না, বরং প্যান-ইন্ডিয়া কাহিনির রঙে ভরিয়ে দেবে। এমন সম্ভাবনা নিয়েই ‘ধুম ৪’ ইতিমধ্যেই দশকের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলারের তালিকায় উঠে এসেছে।
কোন তারকা শেষ পর্যন্ত রণবীর কাপুরের প্রতিদ্বন্দ্বী হয়ে আসবেন, তা এখন সময়ের অপেক্ষা। তবে এক বিষয় পরিষ্কার এই লড়াই হবে বিস্ফোরক, আর দর্শক পাবেন অন্যরকম রোমাঞ্চ।
এমকে/এসএন