বলিউডের সুপারস্টার সালমান খান এবার আদালতের লড়াইয়ে। দীর্ঘদিন ধরে নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’ নিয়ে কাজ করছেন তিনি। এই ব্র্যান্ডটি গড়ে ওঠে জেরাই ফিটনেসের সঙ্গে যৌথ উদ্যোগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় আর্থিক বিরোধ। প্রায় সাত কোটি চব্বিশ লাখ রুপির এই জটিলতা নিয়ে সালমান খান আশ্রয় নিয়েছিলেন ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এর কাছে। তবে গত মে মাসে এনসিএলটি জানায়, বিষয়টি দেউলিয়াত্ব সংক্রান্ত নয়, বরং এটি একটি টাকা উদ্ধারের মামলা। ফলে সালমান খানের আবেদন খারিজ হয়ে যায়।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি তিনি আপিল করেন ন্যাশনাল কোম্পানি ল’ আপিল ট্রাইব্যুনাল (এনসিএলএটি)-এ। দুই সদস্যবিশিষ্ট বেঞ্চের সামনে বিষয়টি ওঠে ন্যায়পতি অশোক ভূষণ ও প্রযুক্তিগত সদস্য বরুণ মিত্রের নেতৃত্বে। যদিও সালমানের আইনজীবীর অনুরোধে শুনানি স্থগিত হয়। নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
সালমান খানের এই আইনি লড়াই শুধু আর্থিক বিষয় নয়, বরং তার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও জড়িয়ে আছে। বিনোদন জগৎ ও ব্যবসায়িক মহল এখন তাকিয়ে আছে এই মামলার দিকে। কারণ এর ফলাফল ভবিষ্যতে তারকাদের ব্র্যান্ড সহযোগিতার ক্ষেত্রে বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে।
এমকে/এসএন