প্রতারণার ফাঁদে তরুণরা: "ওয়াকহাব" নামের ভুয়া প্রতিষ্ঠানের জাল

দেশে সক্রিয় হয়েছে নতুন ধরনের একটি প্রতারণামূলক চক্র। নিজেদেরকে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কোম্পানি পরিচয় দিয়ে “ওয়াকহাব (Walkhub.uk)” নামের একটি ভুয়া প্ল্যাটফর্ম তরুণদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে।

ওয়াকহাব দাবি করছে, তাদের মোবাইল অ্যাপ ব্যবহার করে হাঁটার মাধ্যমে “নাটস” নামের একটি ভার্চুয়াল উপাদান উৎপাদন হয়, যা বিক্রি করে মোটা অঙ্কের আয় করা সম্ভব। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই “নাটস” আসলে কোনো বাস্তব পণ্য নয়; কেবলমাত্র একটি কল্পিত বিষয়। কোম্পানিটি মূলত পিরামিড স্কিম বা মাল্টি-লেভেল মার্কেটিং (MLM) পদ্ধতিতে মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করছে।

অনুসন্ধান

সাংবাদিক নাবিল খান সম্প্রতি ওয়াকহাবের মি. নাহিদের সাথে কথা বলেন। যিনি নিজেকে কোম্পানির "হেড অফ ট্রেইনার" বলে দাবি করেন। কথোপকথনে নাহিদ স্বীকার করেন যে কোম্পানির বাংলাদেশে কোনো অফিস নেই, সরকারের অনুমোদনও নেই। তবুও তারা তরুণদের বিভিন্ন “প্ল্যান” কিনতে বাধ্য করছে—যার মধ্যে সর্বোচ্চ প্ল্যানের মূল্য ৮০ হাজার টাকা।

তিনি আরও জানান, বিনিয়োগকারীরা যদি কাজ না করতে চান, তবে টাকাও ফেরত নিতে পারবেন, তবে সেক্ষেত্রে কোম্পানি ১৫% টাকা কেটে নেবে। এ ধরনের প্রতিশ্রুতি আসলে ভুয়া নিরাপত্তার কৌশল। তারা কোন লিখিত চুক্তিও করে না। 

অনুসন্ধানে জানা গেছে, যারা ওয়াকহাবের নতুন প্ল্যান বিক্রি করতে ব্যর্থ হন, তাদের অ্যাকাউন্ট প্রতিষ্ঠানটি বন্ধ বা ব্লক করে দেয়। ইতিমধ্যেই শত শত মানুষের অ্যাকাউন্ট এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন প্রতারিত ভুক্তভোগী তাহাজীব হাসান।

তিনি জানান, “আমি প্রতিষ্ঠানটির ৮০ হাজার টাকার একটি প্ল্যান কিনেছিলাম। কিছুদিন পর বুঝতে পারি, ওয়াকহাব মূলত পিরামিড স্কিমের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে। বিষয়টি বুঝতে পারার পর আমি আর নতুন কারও কাছে কোনো প্ল্যান বিক্রি করিনি। এর ফলেই আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি অনুযায়ী আমার বিনিয়োগকৃত অর্থও ফেরত দেয়নি।”

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত

প্রযুক্তি বিশেষজ্ঞ জাকির আহমেদ এর মতে, মোবাইলে হাঁটার মাধ্যমে কোনো “নাটস” বা “হ্যাশ রেট” উৎপাদন সম্ভব নয়। এটি সম্পূর্ণভাবে প্রতারণার গল্প। মূলত বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা এনে কিছুদিন ফেরত দেওয়া হয়, যাতে তারা আরও মানুষকে যুক্ত করতে আগ্রহী হয়। পরবর্তীতে নতুন বিনিয়োগ বন্ধ হয়ে গেলে কোম্পানি উধাও হয়ে যায়। তখন নতুন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হন।

পূর্বের অনুরূপ ঘটনা

এর আগেও ইভ্যালি, ই-অরেঞ্জ, যুবক, ডেস্টিনি’র মতো প্রতারণামূলক স্কিম হাজার হাজার মানুষকে সর্বস্বান্ত করেছে। ওয়াকহাবও একই কৌশলে মানুষের স্বপ্ন ভাঙতে উদ্যত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তা

হাইকোর্টের আইনজীবি আব্দুল্লাহ আল মামুন বলছেন, কোনো বিদেশি কোম্পানি যদি বাংলাদেশে অফিস, লাইসেন্স বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই টাকা লেনদেন করে, তা সরাসরি অবৈধ। ওয়াকহাবের কার্যক্রম সেই অবৈধতার স্পষ্ট প্রমাণ।

তিনি আরো বলেন, বেকার তরুণ-তরুণীদের প্রতি অনুরোধ—অবাস্তব লোভনীয় আয়, “অ্যাপের মাধ্যমে টাকা বানানো”, বা “ভার্চুয়াল পণ্য বিক্রি”র নামে কোনো প্রলোভনে পা দেবেন না। এগুলো মূলত সুপরিকল্পিত প্রতারণা।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দাবি করে যে এটি ব্রিটেনে নিবন্ধিত এবং ব্রিটিশ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। ব্রিটিশ সরকার তাদের আর্থিক লেনদেনের দায়-দায়িত্ব গ্রহণ করবে।

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে সোনার দামে ফের রেকর্ড Oct 18, 2025
img
গুজরাটের মন্ত্রিসভায় জায়গা পেলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী Oct 18, 2025
img
ওয়েস্ট ইন্ডিজে ‘রশিদ-হাসারাঙ্গা’ না থাকায় স্বস্তিতে বাংলাদেশ Oct 18, 2025
img
অঙ্কনের সামর্থ্যে আস্থা রাখছেন প্রধান কোচ ফিল সিমন্স! Oct 18, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে: রফিকুল ইসলাম খান Oct 18, 2025
img
সেনা হেফাজতে থাকা তোফায়েল মোস্তফা সরোয়ার নিয়ে ভিন্ন তথ্য! Oct 18, 2025
img
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া Oct 18, 2025
img
ঐতিহাসিক যুদ্ধবিরতি’তে তুরস্কের অবদান রয়ে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী Oct 18, 2025
img
চীনে দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেলকে বরখাস্ত Oct 18, 2025
img
প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিযোগিতার রাজনীতি করুন: জুয়েল Oct 17, 2025
img
শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস Oct 17, 2025
img
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুতের ঘোষণা সুইডেনের Oct 17, 2025
img
শাকসু নির্বাচনের দাবিতে রঙ তুলিতে প্রতিবাদ শিক্ষার্থীদের Oct 17, 2025
img
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব : হিরো আলম Oct 17, 2025
img
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল Oct 17, 2025
বাজারে শিক্ষার্থীদের সঙ্গে দেখা হলে মুখ লুকাতে হয় Oct 17, 2025
img
মার্টিন ওডেগোর ছিটকে যাওয়ায় আর্সেনাল শিবিরে বড় ধাক্কা Oct 17, 2025
img
মরক্কোয় জেন-জি বিক্ষোভে গ্রেপ্তার শিক্ষার্থীকে কারাদণ্ড Oct 17, 2025
img
অন্তর্বর্তী সরকার নিজেদের সেইফটি নিয়ে চিন্তিত: সারজিস Oct 17, 2025
img
পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল Oct 17, 2025