টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা। অথচ দলে জায়গা করে নিতে কি না ফিটনেস টেস্টের মুখোমুখি হতে হচ্ছে তাকে!
ফিটনেস টেস্ট দেওয়ার জন্য রোহিতকে আগামী ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এমন প্রতিবেদন প্রকাশ করেছে। ওই কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, ১৩ সেপ্টেম্বর রোহিতকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওকে দু-তিন দিন থাকতে হবে। অস্ট্রেলিয়া সফরের আগে বেঙ্গালুরুতে প্রয়োজনীয় প্রস্তুতিও সারতে পারবে রোহিত।’
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। সেই ওয়ানডে সিরিজ দিয়ে রোহিত ও বিরাট কোহলি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। ভারতও এ সময়ে কোনো ৫০ ওভারের সিরিজ খেলেনি। আর টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানানোয় মাঠে নামা হয়নি রোহিত-কোহলির।
এদিকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে এখন দলীপ ট্রফি চলছে। রোহিতের যখন পরীক্ষা চলবে, সেই সময় প্রতিযোগিতাটির ফাইনাল চলবে। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘দলীপ ট্রফির ফাইনাল হবে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর। সেন্টার অফ এক্সেলেন্সের মূল মাঠে ফাইনাল হবে। একই সময় রোহিতের ফিটনেস পরীক্ষা দিতে সমস্যা হওয়ার কথা নয়। সেন্টার অফ এক্সেলেন্সে একাধিক মাঠ রয়েছে। পর্যাপ্ত পরিকাঠামোও রয়েছে।’
রোহিতকে সম্ভবত ব্রঙ্কো পরীক্ষা দিতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর নতুন এই ফিটনেস পরীক্ষা নিয়ে এসেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে রোহিতকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। সেই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ।
আইপিএলের গত মৌসুমের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের কথা মাথায় রেখে গত দু’সপ্তাহ ধরে অনুশীলন শুরু করেছেন ৩৮ বছর বয়সী এ ব্যাটার।
ইএ/টিকে