বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৯ আগস্ট) তিনি বলেন, আজকের প্রযুক্তিনির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয়। ভারী অস্ত্র এরই মধ্যে ১০ কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে, কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয়।

জেলেনস্কি আরও স্পষ্ট করেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা, যা তিনি মেনে নেবেন না।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন তৈরির প্রস্তাব নিয়ে আলোচনার খবর প্রকাশিত হয়। প্রস্তাবটি যুদ্ধবিরতি বা দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

জেলেনস্কি জানান, তার অগ্রাধিকার এখন ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা। তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে। তার দাবি, কিয়েভের বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না।  

বৃহস্পতিবারে রুশ হামলার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে চার শিশু রয়েছে। রাতভর আক্রমণে ৬০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে আবাসিক ভবন ছাড়াও আজারবাইজান দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের মিশন, ব্রিটিশ কাউন্সিল ও একটি তুর্কি প্রতিষ্ঠানের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটে, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেছেন, চলতি বছরে তাদের সেনারা মাসে ৬০০ থেকে ৭০০ বর্গকিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা বছরের শুরুতে ৩০০ থেকে ৪০০ বর্গকিলোমিটার ছিল। তার ভাষায়, এ বছর ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের ৬২ শতাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

ড্রোন ব্যবহারের সক্ষমতা বাড়ানো এবং সামরিক গতিশীলতা উন্নত করাকেই এখন রাশিয়ার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
চবির ভর্তি পরীক্ষা শুরু আজ, এক আসনে লড়বেন ৫৬ জন শিক্ষার্থী Jan 02, 2026
img
শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ হান্নান মাসউদের Jan 02, 2026
এক হয়ে কাজ করবে জামায়াত-বিএনপি? যা জানালেন জামায়াত আমির Jan 02, 2026
চতুর্মুখী কূটনৈতিক চাপে ভারত Jan 02, 2026
খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিকল্প প্রার্থীরা Jan 02, 2026
মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বাংলাদেশে! Jan 02, 2026
img
সবাই ‘না’ বলেছিলেন, রাজি হন শুধু সালমান Jan 02, 2026
img
জামায়াত প্রার্থী মাসুদের নেই জমি-বাড়ি, পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা Jan 02, 2026
আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার অগ্রগতি, পতন যুক্তরাষ্ট্রের Jan 02, 2026
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত Jan 02, 2026
যেসব নির্দেশনা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন Jan 02, 2026
রাক্ষস-আন্ধারে নতুন রূপে সিয়াম Jan 02, 2026
img
জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থীকে অব্যাহতি Jan 02, 2026
নিউইয়র্কে সুখী পরিবার গড়লেন পিয়া Jan 02, 2026
ভিলেন হয়ে ফিরছেন কারিনা কাপুর Jan 02, 2026
বছরে একটি সিনেমাই করবেন আলিয়া Jan 02, 2026
টানা জয়েও অস্বস্তিতে লিভারপুল, অ্যানফিল্ডে প্রতিপক্ষ লিডস ইউনাইটেড Jan 02, 2026
img
সন্দীপ রেড্ডীর ছবিতে প্রভাস ও তৃপ্তির পারিশ্রমিকে আকাশ-পাতাল ফারাক! Jan 02, 2026
img
যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে ২০০ বছরের পুরনো নথি নষ্ট Jan 02, 2026
img
বছর শুরুর দিন চেলসি ছাড়লেন কোচ মারসেকা Jan 02, 2026