৫ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি : রেড ক্রস

আড়াই লাখেরও বেশি নিবন্ধিত লোক নিখোঁজ হয়েছে। জেনেভা থেকে রেড ক্রস এএফপিকে শুক্রবার এ তথ্য জানিয়েছে। রেড ক্রস জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় ২ লাখ ৮৪ হাজার ৪০০ জন মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত, যা পাঁচ বছরে প্রায় ৭০ শতাংশ বেশি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, এই বৃদ্ধির কারণ সংঘাত, ব্যাপক অভিবাসন এবং যুদ্ধের নিয়মের প্রতি সম্মানের অভাবের কারণে।

রেড ক্রসের মহাপরিচালক পিয়ের ক্রাহেনবুহল এক বিবৃতিতে বলেন, ‘সুদান থেকে ইউক্রেন, সিরিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত, ট্রেন্ডটি পরিষ্কার।

নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বাড়ছে, কারণ যুদ্ধের পক্ষ এবং তাদের সমর্থকরা মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ।’ ২০২৪ সালের শেষের দিকে, আইসিআরসি-এর ফ্যামিলি লিংকস নেটওয়ার্কে ২ লাখ ৮৪ হাজার ৪০০ জন মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত ছিল, যা ২০১৯ সালের তুলনায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কিন্তু ক্রাহেনবুহল সতর্ক করে বলেন, এই সংখ্যা ‘বরফের চূড়া মাত্র’।

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ বছরের পর বছর বা দশক ধরে তাদের প্রিয়জনদের থেকে আলাদা রয়েছে।’ তিনি বলেন, ‘নিখোঁজের এই ট্র্যাজেডি অস্বাভাবিক নয়। যদি এর বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হয়, আটক ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং মৃতদের সঠিকভাবে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া যায়, তবে অগণিত পরিবার এক জীবনের কষ্ট থেকে বাঁচতে পারবে।’

তিনি বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনের নাম মা, বাবা, সন্তান বা ভাই-বোন, যার অভাব একটি ক্ষত তৈরি করে।
এই ক্ষত পরিসংখ্যান করে মাপা যায় না।’

আইসিআরসি আরো বলেছে, রাষ্ট্র এবং যুদ্ধের পক্ষগুলোর প্রধান দায়িত্ব হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের ঘটনা পরিষ্কার করা এবং তাদের পরিবারের প্রতি সহায়তা প্রদান করা। তারা বলছে, ‘সহিংসতা শেষ হওয়ার পরে কিভাবে রাষ্ট্রগুলো নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি মোকাবেলা করবে, তা দীর্ঘকাল ধরে সমাজকে প্রভাবিত করতে পারে।’

আইসিআরসি উল্লেখ করেছে যে, ‘যখন যুদ্ধের পক্ষগুলো আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখায়, তখন নিখোঁজ হওয়ার ঝুঁকি কমে যায়।’ যেমন যুদ্ধের নিয়মের মধ্যে রয়েছে, আক্রমণকারী শক্তির দ্বারা সামরিক এবং বেসামরিক নাগরিকদের স্থানান্তর বা পরিবারের সদস্যদের আলাদা না করা।

এ ছাড়া তারা বলেছে, যুদ্ধের পক্ষগুলোকে আটক ব্যক্তিদের সম্পর্কে সময়মতো তথ্য দিতে হবে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। শত্রু সেনাদের মৃতদেহের হিসাব রাখা আমাদের দায়িত্ব, যাতে তাদের পরিণতি পরিবারগুলো জানে এবং তারা নিখোঁজ হিসেবে নিবন্ধিত না হয়।

সূত্র : এএফপি
 
এমআর/টিএ    

Share this news on:

সর্বশেষ

img
প্রবাসী কর্মীদের প্রবেশে কঠোর নিয়ম আরোপ ওমানের Jan 02, 2026
img
চীনে জনসংখ্যা বাড়াতে দাম বাড়ছে গর্ভনিরোধক পণ্যের Jan 02, 2026
img
জেনে নিন আজকে স্বর্ণের বাজারদর Jan 02, 2026
img
‘স্পিরিট’ ছবিতে নারীর ভূমিকা নিয়ে ক্ষোভ! Jan 02, 2026
img
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার Jan 02, 2026
img
জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল Jan 02, 2026
img
চবির ভর্তি পরীক্ষা শুরু আজ, এক আসনে লড়বেন ৫৬ জন শিক্ষার্থী Jan 02, 2026
img
শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ হান্নান মাসউদের Jan 02, 2026
এক হয়ে কাজ করবে জামায়াত-বিএনপি? যা জানালেন জামায়াত আমির Jan 02, 2026
চতুর্মুখী কূটনৈতিক চাপে ভারত Jan 02, 2026
খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিকল্প প্রার্থীরা Jan 02, 2026
মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বাংলাদেশে! Jan 02, 2026
img
সবাই ‘না’ বলেছিলেন, রাজি হন শুধু সালমান Jan 02, 2026
img
জামায়াত প্রার্থী মাসুদের নেই জমি-বাড়ি, পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা Jan 02, 2026
আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার অগ্রগতি, পতন যুক্তরাষ্ট্রের Jan 02, 2026
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত Jan 02, 2026
যেসব নির্দেশনা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন Jan 02, 2026
রাক্ষস-আন্ধারে নতুন রূপে সিয়াম Jan 02, 2026
img
জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থীকে অব্যাহতি Jan 02, 2026
নিউইয়র্কে সুখী পরিবার গড়লেন পিয়া Jan 02, 2026