৫ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি : রেড ক্রস

আড়াই লাখেরও বেশি নিবন্ধিত লোক নিখোঁজ হয়েছে। জেনেভা থেকে রেড ক্রস এএফপিকে শুক্রবার এ তথ্য জানিয়েছে। রেড ক্রস জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় ২ লাখ ৮৪ হাজার ৪০০ জন মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত, যা পাঁচ বছরে প্রায় ৭০ শতাংশ বেশি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, এই বৃদ্ধির কারণ সংঘাত, ব্যাপক অভিবাসন এবং যুদ্ধের নিয়মের প্রতি সম্মানের অভাবের কারণে।

রেড ক্রসের মহাপরিচালক পিয়ের ক্রাহেনবুহল এক বিবৃতিতে বলেন, ‘সুদান থেকে ইউক্রেন, সিরিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত, ট্রেন্ডটি পরিষ্কার।

নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বাড়ছে, কারণ যুদ্ধের পক্ষ এবং তাদের সমর্থকরা মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ।’ ২০২৪ সালের শেষের দিকে, আইসিআরসি-এর ফ্যামিলি লিংকস নেটওয়ার্কে ২ লাখ ৮৪ হাজার ৪০০ জন মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত ছিল, যা ২০১৯ সালের তুলনায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কিন্তু ক্রাহেনবুহল সতর্ক করে বলেন, এই সংখ্যা ‘বরফের চূড়া মাত্র’।

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ বছরের পর বছর বা দশক ধরে তাদের প্রিয়জনদের থেকে আলাদা রয়েছে।’ তিনি বলেন, ‘নিখোঁজের এই ট্র্যাজেডি অস্বাভাবিক নয়। যদি এর বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হয়, আটক ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং মৃতদের সঠিকভাবে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া যায়, তবে অগণিত পরিবার এক জীবনের কষ্ট থেকে বাঁচতে পারবে।’

তিনি বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনের নাম মা, বাবা, সন্তান বা ভাই-বোন, যার অভাব একটি ক্ষত তৈরি করে।
এই ক্ষত পরিসংখ্যান করে মাপা যায় না।’

আইসিআরসি আরো বলেছে, রাষ্ট্র এবং যুদ্ধের পক্ষগুলোর প্রধান দায়িত্ব হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের ঘটনা পরিষ্কার করা এবং তাদের পরিবারের প্রতি সহায়তা প্রদান করা। তারা বলছে, ‘সহিংসতা শেষ হওয়ার পরে কিভাবে রাষ্ট্রগুলো নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি মোকাবেলা করবে, তা দীর্ঘকাল ধরে সমাজকে প্রভাবিত করতে পারে।’

আইসিআরসি উল্লেখ করেছে যে, ‘যখন যুদ্ধের পক্ষগুলো আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখায়, তখন নিখোঁজ হওয়ার ঝুঁকি কমে যায়।’ যেমন যুদ্ধের নিয়মের মধ্যে রয়েছে, আক্রমণকারী শক্তির দ্বারা সামরিক এবং বেসামরিক নাগরিকদের স্থানান্তর বা পরিবারের সদস্যদের আলাদা না করা।

এ ছাড়া তারা বলেছে, যুদ্ধের পক্ষগুলোকে আটক ব্যক্তিদের সম্পর্কে সময়মতো তথ্য দিতে হবে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। শত্রু সেনাদের মৃতদেহের হিসাব রাখা আমাদের দায়িত্ব, যাতে তাদের পরিণতি পরিবারগুলো জানে এবং তারা নিখোঁজ হিসেবে নিবন্ধিত না হয়।

সূত্র : এএফপি
 
এমআর/টিএ    

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদীব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে : স্নিগ্ধ Nov 09, 2025
img
প্রচণ্ড শক্তি নিয়ে ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং Nov 09, 2025
img
মালদ্বীপে রিসোর্টের বর্জ্য তেল বিক্রির দায়ে ৪ বাংলাদেশি গ্রেপ্তার Nov 09, 2025
img
নতুন পোশাকে পুলিশকে দেখা যাবে ১৫ নভেম্বর থেকে Nov 09, 2025
img
অলিম্পিকের মঞ্চে যেতে জটিল হিসাবের সামনে বাংলাদেশ Nov 09, 2025
img
শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২২ জন Nov 09, 2025
img
বাড়ল জেট ফুয়েলের দাম Nov 09, 2025
img
যমুনাসহ রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আ.লীগের Nov 09, 2025
img
আমজনতা দলের নিবন্ধন পুনর্মূল্যায়ন হোক : ইশরাক Nov 09, 2025
img
দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা Nov 09, 2025
img
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ Nov 09, 2025
img
খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জোবায়ের? Nov 09, 2025
বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা পুলিশের, কিন্তু মানছেন না কেউ Nov 09, 2025
শাকিব খানের নতুন সিনেমায় চমক Nov 09, 2025
img
ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি: আরিফিন শুভ Nov 09, 2025
১৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৭ জনের ওকালতনামা দাখিল Nov 09, 2025
img
আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Nov 09, 2025
img
জাহানারার অভিযোগে ৪ কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি Nov 09, 2025
তাজিকিস্তান থেকে কেন সরে গেল নয়াদিল্লি? Nov 09, 2025
চানখারপুল হত্যা মামলা;১২ নভেম্বর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা Nov 09, 2025