ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রাশিয়ার যে বিপুল পরিমাণ সম্পদ ফ্রিজ করে রাখা হয়েছে, সেগুলো মস্কোকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যতক্ষণ না তারা ক্ষতিপূরণ প্রদান করে, এমনটাই জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।
শনিবার (৩০ আগস্ট) কোপেনহেগেনে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি হয়, আর রাশিয়া কোনো ক্ষতিপূরণ না দেয়, তাহলে এসব সম্পদ তাদের ফেরত দেওয়া হবে, তা আমি কল্পনাও করতে পারি না।’
ইইউ জানিয়েছে, রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরো (প্রায় ২৪৬ বিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ সম্পদ ইউক্রেনে হামলার পরোপযুক্ত নিষেধাজ্ঞার আওতায় জব্দ করে রাখা হয়েছে।
ইউক্রেন ও কিছু ইইউ সদস্য, বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো এই সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনকে সহায়তায় ব্যবহারের দাবি জানিয়ে আসছে।
তবে ইইউ’র প্রভাবশালী সদস্য ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম এই প্রস্তাবে সাড়া দিচ্ছে না।
তারা যুক্তি দিচ্ছে, সম্পদের ভবিষ্যৎ মুনাফা ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং আইনগতভাবে সম্পদ বাজেয়াপ্ত করা কতটা বৈধ, তা নিয়েও প্রশ্ন আছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এখন মূল বিতর্কটি ঘুরে দাঁড়িয়েছে, যুদ্ধ থামার পর এই তহবিল কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে।
খবর: আল-আরাবিয়া
এমআর/টিএ