পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
শুক্রবার (২৯ আগস্ট) ওই ফোনে তিনি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় সৃষ্ট বিপর্যয় নিয়ে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন।
পেজেশকিয়ান শোকাহত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন, যারা এই দুর্যোগে তাদের প্রিয়জন ও সম্পদ হারিয়েছেন। তিনি আশ্বাস দেন যে, এই কঠিন সময়ে ইরান পাকিস্তানের পাশে রয়েছে এবং বন্যাকবলিত জনগণের জন্য যেকোনো সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত।
শাহবাজ শরিফ ইরানি প্রেসিডেন্টের এই সহানুভূতিপূর্ণ উদ্যোগ এবং ইরানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
এমআর/টিএ