ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা চেলসি ড্র করে প্রিমিয়ার লিগ শুরু করেছিল। প্রথম ম্যাচটিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। পরের ম্যাচ দিয়েই জয়ে ফেরে। আজ টানা দ্বিতীয় জয় তুলে নিল ফুলহ্যামের বিপক্ষে।
স্টামফোর্ড ব্রিজে ব্রাজিলিয়ান ফুটবলার হোয়াও পেড্রো ও ও আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজের গোলে ২-০ ব্যবধানে জিতেছে তারা। পেড্রোর গোলে অ্যাসিস্ট করেন এনজো। এই জয় এনজো মারেস্কার দলটিকে নিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট তাদের নামের পাশে। দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬।
ফুলহ্যামের বিপক্ষে জিতে একটি ধারা অপরিবর্তিত রেখেছে চেলসি। প্রিমিয়ার লিগে এই বছর নিজেদের মাঠে একটি ম্যাচও হারেনি তারা। স্টামফোর্ড ব্রিজে ১২ ম্যাচ খেলে ৯টিতেই জয়, ড্র ৩ ম্যাচে।
চেলসি এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ-প্রান্ত থেকে কর্নার কিক নিয়েছিলেন এনজো। ভিড়ের মধ্যে থেকে লাফিয়ে উঠে জাল খুঁজে নেন পেড্রো। ব্রাইটন থেকে এই মৌসুমেই চেলসিতে দলবদল করা এ ফুটবলার পিএসজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও একটি গোল করেছিলেন। ওই টুর্নামেন্টে তিনি করেন ৩ গোল।
চেলসির পরের গোলটি আসে পেনাল্টি থেকে। ৫৬ মিনিটে ফুলহ্যামের ডি বক্সে রায়ান সেসেগননের হাতে বল লাগলে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে গোল করতে ভুল করেননি চেলসির সহঅধিনায়ক এনজো। স্বস্তির জয় নিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছেন দলটির ফুটবলাররা।
ইএ/টিকে