গুম বন্ধে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি: ছাত্রশিবির সভাপতি

গুম বন্ধে রাজনৈতিক সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে গুমকৃতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, নির্মম ও অমানবিক গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম বন্ধে রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গুমের সংস্কৃতির চিরতরে অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকেরই রাজনীতি করার স্বাধীনতা এবং আইনগত সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বিগত সময়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের জন্য এই সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা হয়নি। বরং তাদের উপর গুম, খুন, হত্যা, নির্যাতন এবং রিমান্ডের মতো নিপীড়ন চালানো হয়েছে। যার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, যেখানে অতীতের সকল অবিচারের সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত হবে। এই আশায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে সঙ্গে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থায়, যেমন র‌্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোতে, গুম কমিশনের তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাতজন ভাইয়ের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

সরকারের প্রতি যে পাঁচ দফা দাবি জানানো হয় সেগুলো হলো–

১. অনতিবিলম্বে গুম হওয়া সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে।

২. দ্রুততম সময়ে প্রতিটি গুমের ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।

৩. বিগত ফ্যাসিস্ট আমলে ব্যবহৃত সব ধরনের ‘আয়নাঘর’-এর বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

৪. গুমকৃত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং গুম থেকে ফেরত আসা সব নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৫. বাংলাদেশের র‌্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুম, খুন, ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে।

সভায় উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী, গুম হওয়া শফিকুল ইসলামের ভাই সাদেক হোসেন, রেজোয়ান হোসেনের ভাই রিপন হোসেন, মুকাদ্দাস আলীর পিতা আব্দুল হালিম, হাফেজ জাকির হোসেনের ভাই জিয়াউর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন প্রমুখ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) একটি ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা গঠনের প্ল্যাটফর্ম হতে পারে, পুতিনের মন্তব্য Sep 01, 2025
img
ডাকসু আদায়ের সিদ্ধান্ত ঢাবি থেকে হবে, হাইকোর্টে থেকে নয় : আব্দুল কাদের Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ ছিল নজিরবিহীন : শিশির মনির Sep 01, 2025
img
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আইন উপদেষ্টা Sep 01, 2025
img
৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হবে : এস এম ফরহাদ Sep 01, 2025
img
১৪৪ ধারা বহালসহ চবি প্রশাসনের কাছে শিবিরের ৪ দফা দাবি Sep 01, 2025
img
যশোরে বিএনপির দুই নেতা বহিষ্কার Sep 01, 2025
img
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬ হাজার Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিলে শিক্ষার্থীদের আনন্দ মিছিল Sep 01, 2025
img
সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুখকর নয়: বাঁধন Sep 01, 2025
img
চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না : জি কে গউছ Sep 01, 2025
img
দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত জিয়াউর রহমান : নার্গিস বেগম Sep 01, 2025
‘আই লাভ ইউ ম্যাম’ গৃহপরিচারিকার বার্তায় আবেগাপ্লুত সাফা কবির Sep 01, 2025
ডাকসু নির্বাচন স্থগিত; শিবির প্যানেলের স্পষ্ট বার্তা Sep 01, 2025
img
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে : পুতিন Sep 01, 2025
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন সাকিব ও নাসুম Sep 01, 2025
img
বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ : ডা. শাহাদাত Sep 01, 2025
img
আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার Sep 01, 2025
img
ভোটকেন্দ্রের নীতিমালা সংশোধন করেছে ইসি Sep 01, 2025
img
জনগণের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান Sep 01, 2025