প্রখ্যাত অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অল্লু রামালিঙ্গাইয়ার সহধর্মিণী আল্লু কানাকারত্নম মারা গেছেন। শনিবার (৩১ আগস্ট) ভোররাতে বার্ধক্যজনিত কারণে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কানাকারত্নম ছিলেন টলিউড সুপারস্টার অল্লু অর্জুনের দাদী এবং রামচরণের নানি। তার মৃত্যুতে অল্লু-কনিডেলা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত ১টা ৪৫ মিনিটে আল্লু কানাকারত্নমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা দ্রুত হায়দরাবাদে ছুটে আসেন।
মুম্বাইতে পরিচালক অ্যাটলির নতুন ছবির কাজে ব্যস্ত থাকা অল্লু অর্জুনও শুটিং মাঝপথে ফেলে হায়দরাবাদ ফিরে আসেন। অন্যদিকে, মাইসোরে নিজের নতুন ছবি পেড্ডির শুটিংয়ে থাকা রামচরণও পরিবারকে সান্ত্বনা দিতে দ্রুত বাড়ি ফেরেন।
অল্লু আরবিন্দের হায়দরাবাদের বাসভবনে মরদেহ রাখা হয়েছে, যেখানে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানাচ্ছেন। পরে কোকাপেটে শেষকৃত্য সম্পন্ন হবে।
অল্লু কানাকারত্নমের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মেগাস্টার চিরঞ্জীবী। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি লেখেন “আমাদের মা… অল্লু রামালিঙ্গাইয়া গারুর সহধর্মিণী কানাকারত্নম্মা গারুর প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক। তিনি আমাদের পরিবারকে যে ভালোবাসা, সাহস ও জীবনের মূল্যবোধ শিখিয়েছেন, তা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। আমি প্রার্থনা করি, তার পবিত্র আত্মা শান্তি লাভ করুক। ওম শান্তি।”
অল্লু অর্জুনের সঙ্গে দাদীর ছিল গভীর সম্পর্ক। গত ডিসেম্বর মাসে পুষ্পা ২: দ্য রুল -এর মুক্তি উপলক্ষে আয়োজিত এক প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় যখন অভিনেতা আইনি জটিলতায় পড়েন, পরদিন জামিনে বাড়ি ফিরে এলে দাদী কানাকারত্নম তাকে চোখের দুষ্টি কাটানোর বিশেষ আচার-অনুষ্ঠান করাতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেটিজেনরা তাদের ভালোবাসায় ভরা সম্পর্কের প্রশংসা করেন।
দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা আল্লু রামালিঙ্গ। ২০০৪ সালের ৩১ জুলাই মারা যান তিনি। পদ্মশ্রী প্রাপ্ত এ অভিনেতার স্ত্রী আল্লু কানাকারাত্তিনাম। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন আল্লু অরবিন্দ (পুত্র), সুরেখা (কন্যা)।
বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে পা রাখেন আল্লু অরবিন্দ। তবে অভিনেতা নন, প্রভাবশালী প্রযোজক ও প্রদর্শক হিসেবে নিজের জায়গা গড়ে নেন। আল্লু অরবিন্দ নির্মলার সঙ্গে সংসার বেঁধেছেন। এ সংসারে জন্ম নেয় আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। এই দুই অভিনেতাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।
অন্যদিকে, আল্লু রামালিঙ্গ-আল্লু কানাকারাত্তিনাম দম্পতির কন্যা সুরেখা শোবিজে পা রাখেননি। তবে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চিরঞ্জীবী-সুরেখা দম্পতির তিন সন্তান। তারা হলেন -রাম চরণ (পুত্র), সুস্মিতা (কন্যা), শ্রীজা (কন্যা)। চলচ্চিত্রে রাম চরণ নিজেকে প্রতিষ্ঠিত করলেও, দুই বোনের কেউই অভিনয়ে আসেননি।
অল্লু কানাকারত্নমের প্রয়াণে শুধু অল্লু- কনিডেলা পরিবার নয়, সমগ্র দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই নেমে এসেছে শোকের ছায়া।
পিএ/টিএ