রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের শেষ দিন আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে গত ২৮ আগস্ট। শেষ দিনে এখন পর্যন্ত স্যাম্পল সংগ্রহ করা হয়েছে ৫৭০ জনের।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) টেকনোলজিস্ট আবু সাদাত মাহমুদ সায়েম রাজু এই তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন হলের প্রার্থীরা সেখানে জড়ো হয়েছেন ডোপ টেস্টের স্যাম্পল দিতে। টেস্টের স্যাম্পল হিসেবে নেওয়া হচ্ছে ইউরিন। রাবি মেডিকেল থেকে সেগুলো সংগ্রহ করার পর সেগুলো নিয়ে যাওয়া হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে। সেখানে একটি মেডিকেল টিম গঠন করা আছে। তারাই সেগুলো পরীক্ষা করবেন। প্রার্থীরা পরীক্ষার রিপোর্ট নির্বাচন কমিশনের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

এসময় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) টেকনোলজিস্ট আবু সাদাত মাহমুদ সায়েম রাজু বলেন, গতকাল পর্যন্ত আমরা ৪৭০ জনের স্যাম্পল সংগ্রহ করেছি। শেষ দিনে এখন পর্যন্ত ১০০ জন স্যাম্পল দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত ৫৭০ জনের স্যাম্পল পাওয়া গেছে। আমাদের একটা মেডিকেল টিম আছে তারাই সেগুলো পরীক্ষা করেন। আমরা এখান থেকে স্যাম্পলগুলো সংগ্রহ করে নিয়ে যাই। রামেকেই সেগুলো পরীক্ষা করা হচ্ছে।

এসময় বিজয়-২৪ হলের এজিএস পদপ্রার্থী আব্দুর রহিম বলেন, আজকে আমাদের হলের প্রার্থীদের ডোপ টেস্টের সময় নির্ধারণ করা ছিল। পরে ভিড় হতে পারে এজন্য সকাল সকাল এসেই স্যাম্পল দিয়েছি। নির্বাচন কমিশন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবে না।

এদিকে ডোপ টেস্টের সব ধরনের খরচ বহন করবে রাকসু নির্বাচন কমিশন। এর আগে (২৭ আগস্ট) বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ডোপ টেস্টের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের জানানো যাচ্ছে, ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ প্রদর্শন করে ডোপ টেস্টের নমুনা প্রদান করার জন্য জানানো যাচ্ছে। স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে। প্রার্থীকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে একদিনে প্রাণ গেল কমপক্ষে আরও ৭৩ জনের Sep 04, 2025
img
তারেক রহমান ও বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় আজ Sep 04, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড Sep 04, 2025
img
গত এক মাসে বাংলাদেশে যা যা ঘটনা ঘটেছে, তা ষড়যন্ত্রের অংশ : শামা ওবায়েদ Sep 04, 2025
img

নিলোফার মনি

নির্বাচন ও সংস্কার নিয়ে দ্বিমুখী কথা বলছে জামায়াত Sep 04, 2025
img
জামায়াত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত : আব্দুল মান্নান Sep 04, 2025
img
পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি Sep 04, 2025
img
১৫০ বছর বাঁচা নিয়ে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা Sep 04, 2025
img
ইউটিউবের সুপারস্টার ভুবন বাম বলিউডে! Sep 04, 2025
img
মূল সুরের প্রতি শ্রদ্ধা, রিমেক নিয়ে সোনুর আবেগ Sep 04, 2025
img
পরিচালক পদে লড়বেন নান্নু! Sep 04, 2025
পাসপোর্ট নেই, দেশও নেই! দুই বোনের জীবন থমকে আছে ভারতেই Sep 04, 2025
গণভোটে অংশগ্রহণের আহ্বান ইসলামী আন্দোলনের! Sep 04, 2025
‘নির্বাচন ঘোষণার পর থেকে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন’ Sep 04, 2025
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি Sep 04, 2025
জাতীয় দলে হামজা, লেস্টারের বাধা! Sep 04, 2025
img
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ গণমানুষের প্রাণের দাবি: শায়খ আহমাদুল্লাহ Sep 04, 2025
img
২০২৬ সুপার বোলের হাফটাইমে টেইলর সুইফটের সম্ভাবনা! Sep 04, 2025
img
আদালত ঘোষিত পলাতক ব্যক্তি প্রার্থী হতে পারবেন না: ইসি সানাউল্লাহ Sep 04, 2025
img
বলিউডে কৃতি স্যাননের কঠিন সময়! Sep 04, 2025