সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের প্রচারণায় নামার সম্ভাবনা নেই ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী মেঘমল্লার বসুর। আজ রাতেই তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
মেঘমল্লার বসু নিজেই ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এক পোস্টে এমন তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে মেঘমল্লার বসু বলেন, 'যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না।
সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।
ডাকসুর জিএসপ্রার্থী মেঘমল্লার বসুর সুস্থতা কামনা করেছেন অনেকেই। তার দেওয়া পোস্টের কমেন্টে সুস্থতা কামনা করেছেন এনসিপির দুই নেতা হাসনাত ও সারজিস, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদসহ অন্যান্য ছাত্র নেতারা।
কমেন্টে হাসনাত লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি, ভাই। দোয়া রইল।’ সারজিস লেখেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি। শিবিরের ফরহাদ লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইলো দাদা।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমও মেঘমল্লারের পোস্টটি শেয়ার করে তার সুস্থতা কামনা করেছেন।
এসএস/টিকে