পিএসজিতে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর হঠাৎ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় জিয়ানলুইজি দোন্নারুম্মার। তার ছাড়তে চাওয়ার সংবাদে বেশকিছু ক্লাব ইতালির তারকা গোলরক্ষককে দলে ভেড়াতে চায়। সেই তালিকায় যোগ দেয় দুই ‘ম্যানচেস্টার’ সিটি ও ইউনাইটেড।
দলবদলের শেষ দিনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী গোলরক্ষক দোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে সিটি। এ জন্যই হয়তো তুর্কি ক্লাব ফেনেরবাচেতে বিক্রি করা দিয়েছে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পিএসজিকে মাত্র ২৬ মিলিয়ন পাউন্ডে রাজি করিয়েছে সিটি। ইতিমধ্যে পাঁচ বছরের চুক্তিতে ইংল্যান্ডে আছেন এই ইতালিয়ান, চুক্তিতে বাড়তি এক বছরের সুযোগও রাখা হয়েছে।
সিটিতে যোগ দিয়ে দোন্নারুম্মা বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারা আমার জন্য বিশেষ ও গর্বের মুহূর্ত। এখানে বিশ্বসেরা প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাব। বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার অধীনে খেলা আমার জন্য বিশাল সম্মান।’
এর আগে এসি মিলান থেকে আলোচনায় আসা দোন্নারুম্মা ক্লাব ফুটবলে ৪১২ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৪ ম্যাচ। ইংল্যান্ডকে হারিয়ে ইতালিকে ইউরো ২০২০ শিরোপা জেতাতেও বড় অবদান ছিল তার।
অন্যদিকে, ৩২ বছর বয়সী এদেরসনকে ১২.১ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ফেনেরবাচ। সিটিতে আট বছরে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।
ইউটি/টিএ