চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরের মুরাদপুর থেকে শুরু হয়ে ২ নম্বর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এতে ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্রদল ছাত্রসমাজের কাছে চুনোপুঁটি ছাড়া আর কিছুই নয়। ছাত্রদলের ইতিহাস হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী ধর্ষণ, দলীয় কোন্দলে নিজ ভাইকে হত্যা করার ইতিহাস। তাই অন্যদের ব্যাপারে কথা বলার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন।

ছাত্রদলের বেপরোয়া কর্মকাণ্ডের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, যদি ক্যাম্পাসে পেশিশক্তি প্রয়োগ করে আধিপত্য বিস্তারের রাজনীতি করেন, তাহলে ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।

মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকেই ক্ষমতায় বসেছে, তখন থেকেই শিক্ষার্থীদের দাবি ছিল প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কোনো ছাত্র সংগঠনের মদদ নয় বরং কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা বলেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে সরকার প্রমাণ করতে পারে এ সরকারের অধীনেই একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, সরকার মুখে নির্বাচনের কথা বললেও তাদের মদদপুষ্ট রাজনৈতিক সংগঠনের মাধ্যমে যেভাবে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তা স্পষ্ট। মুখে বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন, আর ছাত্র সংসদ নির্বাচনের সময় ব্যালট বাক্স হারিয়ে যাবে এই নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। আপনি যদি ব্যালট বাক্স ছিনতাই ঠেকাতে না পারেন, যদি ডাকসুতে নির্বাচন দিতে না পারেন, তাহলে ধরে নেব আপনারা পরবর্তী জাতীয় নির্বাচনেও কোনো বিশেষ দলকে সুবিধা দিয়ে দেশে নতুন সহিংসতার পথ তৈরি করছেন।

ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তির উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনাকে সংযত থাকতে হবে। আপনি যদি সংযত ভূমিকা পালন করতে পারেন, তবে এই সময়ে আমাদের বিরুদ্ধে যেই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে তারা টিকবে না।

চবি শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, জরিপ করে দেখুন, আপনার আশপাশের মা-বোনদের জিজ্ঞেস করুন ছাত্রশিবিরের কোনো ভাই ইভটিজিং করে কি না। তারা সহজেই বলে দিবে, বাংলাদেশে এমন কোনো সংগঠন যদি থেকে থাকে যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, যারা ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা হলো ছাত্রশিবির।

তিনি আরও বলেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যেসব অন্যায় ও অপরাধ ক্যাম্পাসগুলোতে সংঘটিত হচ্ছে, তা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করুন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করুন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না : ডা. শাহাদাত Sep 03, 2025
img
ইতালিতে রাজনৈতিক আশ্রয় চায় ৪০ হাজার বাংলাদেশি Sep 03, 2025
img
ফেনীতে 'সংঘাত’ এড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত Sep 03, 2025
img
আগামী ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় Sep 03, 2025
img
আফগানিস্তানে ফের ভূমিকম্প, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা Sep 03, 2025
img
কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প Sep 03, 2025
img
শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় Sep 03, 2025
চীন বিশ্বকে জানাতে চাইছে শুধু অর্থনৈতিক শক্তিই নয়, বৈশ্বিক রাজনীতির নেতৃত্বেও হবে রদবদল! Sep 03, 2025
শিক্ষার্থীদের ওপর হামলার ৬০ ঘন্টা পর জড়িতদের বিরুদ্ধে চবি প্রশাসনের মামলা Sep 03, 2025
নির্বাচন নিয়ে যে চুড়ান্ত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Sep 03, 2025
নারী নিপীড়ন বিষয়ে যা বললেন সাদিক কায়েম Sep 03, 2025
সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক চান উপদেষ্টা ফারুকী Sep 03, 2025
পুরুষদের প্রতি তামান্নার বিশেষ বার্তা! Sep 03, 2025
বলিউডের অন্ধকার দিক উন্মোচন করলেন কৃতি শ্যানন! Sep 03, 2025
দামি কসমেটিকস নয়, ত্বকের যত্নে সারার সোজাসাপটা ফর্মুলা Sep 03, 2025
বিটিএস তারকা জাংকুকের স্বাস্থ্য নিয়ে উদ্বে''গ! Sep 03, 2025
অপু-শাকিবের ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের পথে, স্কুল ভর্তির প্রস্তুতি! Sep 03, 2025
img
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ Sep 03, 2025
img

প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে Sep 03, 2025
img

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ও হল খোলার আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি সাময়িক প্রত্যাহার Sep 03, 2025