যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ সামরিক চুক্তি করছে ভারত  

যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব শীঘ্রই দু’টি বৃহৎ সামরিক চুক্তি করতে যাচ্ছে ভারত। এই চুক্তি চূড়ান্ত করতে চলতি মাসেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের দুটি সামরিক চুক্তির বিষয়ে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে উভয় দেশ। বাংলাদেশি মুদ্রায় সম্ভাব্য চুক্তি দুটির পরিমাণ ২৯ হাজার ৮৩৯ কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন এই সামরিক চুক্তি অনুযায়ী আমেরিকার কাছ থেকে ৩০টি ‘হেভি ডিউটি সশস্ত্র হেলিকপ্টার’ পাবে ভারতীয় বিমান বাহিনী।

দ্বিপক্ষীয় এই সামরিক চুক্তি স্বাক্ষর হওয়ার আগে কিস্তির ১৫ শতাংশ মূল্য পরিশোধ করবে ভারত। চুক্তি স্বাক্ষর হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে কপ্টারগুলোর প্রথম চালান ভারতে পাঠাবে আমেরিকা।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: