ময়মনসিংহে ইঞ্জিন লাইনচ্যুত: ছয় ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহে লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে ময়মনসিংহের সঙ্গে বন্ধ থাকা তিন রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে এর আগে রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ শহরের বাগমারা রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিন বদল করার সময় শান্টিং ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব, মোহনগঞ্জ এবং জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ শহরের বাগমারা রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিন বদল করার সময় শান্টিং ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে কেওয়াখালী লোকো সেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে এসে রেললাইনের মেরামত করে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় দুটি রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ৩টি রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে ময়মনসিংহ ও গৌরীপুর রেলস্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেসসহ ৪টি ট্রেন আটকা পড়েছিল।

 

টাইমস/এইচইউ

Share this news on: