চীন ফেরত শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি

চীন ফেরত এক শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে করোনাভাইরাস ‘সন্দেহে’ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার নাম তাশদীদ হোসেন (২৫)।

শনিবার বেলা ১১টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মোকাদ্দেম জানান, শনিবার বেলা ১১টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তার গায়ে জ্বর নেই। তবে করোনাভাইরাসের সিম্পটম দেখা যাচ্ছে। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, গত ২৯ জানুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন তাশদীদ হোসেন। বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি নীলফামারীর ডোমারের বাড়িতে যান। হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবার দুপুরে তাকে হাসপাতালে আনা হয়।

চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে। আক্রান্ত অনেককে পরীক্ষা করেও সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চীনের চিকিৎসকরা।

 

টাইমস/এইচইউ

Share this news on: