শৈলকূপায় নদীর ভাঙ্গনে নিঃস্ব শতাধিক পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার অন্তত ৬ গ্রামের শতাধিক পরিবারের ফসলের মাঠ, বাড়িঘর গড়াই নদের আগ্রাসনে বিলীন হয়ে গেছে। এতে ওই পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এছাড়া হুমকির মুখে হয়েছে আরও অনেক পরিবার। অব্যাহত ভাঙ্গন নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বুরুলিয়া এলাকায় গড়াই নদের পাড়ে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মেহের আলী, যুদ্ধকালীন গেরিলা কমান্ডার লুৎফর রহমানসহ কুষ্টিয়া জেলার খোঁকসা ও কুমারখালীর মুক্তিযোদ্ধারা। তারা ভাঙ্গন কবলিত দুই পাড়ে বসবাস করা মুক্তিযোদ্ধা পরিবারসহ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পুনর্বাসনের দাবি জানান।

এসময় গ্রামবাসীরা জানান, উপজেলার সারুটিয়া ইউনিয়নের বরুলিয়া, নাঙ্গলবাধ, কৃঞ্চনগর, হাকিমপুর ইউনিয়নের খুল্লমবাড়িয়া, সুবিদ্যা-গোবিন্দপুর, ধলহরাচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া গ্রামের বাড়ি ঘর মসজিদ গাছ পালা ফসলের মাঠ প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাদের অভিযোগ, অজ্ঞাত কারণে বাধ নির্মাণের জন্য স্থায়ী কোন ব্যবস্থা আজও গ্রহণ করা হয়নি। প্রতিবছর অস্থায়ী প্রতিরক্ষার নামে লাখ লাখ টাকা খচর করছে পানি উন্নয়ন বোর্ড।

এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহম্মেদ বলেন, গড়াই নদের ভাঙ্গনে শৈলকূপা উপজেলার অন্তত শতাধিক পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন। নদের শৈলকূপা উপজেলা অংশের ৫ কিলোমিটারের বেশী এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

তিনি আরও জানান, গত ২০১৯-২০ অর্থ বছরে ৫৮ লাখ টাকা ব্যয় করে মাত্র ১৫০ মিটার অস্থায়ী প্রতিরক্ষা বাধ নির্মাণ করা হয়েছে। স্থায়ী প্রতিরক্ষা বাধ নির্মাণ না করা হলে ওই এলাকার অন্তত ৬টি গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। বিষয়টি বিবেচনা করে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি মেগা প্রকল্প প্রস্তুত করার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে শৈলকূপা উপজেলা চেয়ারম্যান সিকদার মোশাররফ হোসেন ওরফে সোনা সিকদার অভিযোগ করেন, ইতিমধ্যে সারুটিয়া ইউনিয়নের বরুলিয়া মৌজার সিংহভাগ নদীর গর্ভে তলিয়ে গেছে। এতে করে পাল্টে গেছে শৈলকূপা উপজেলার মানচিত্র। তাতে পানি উন্নয়ন বোর্ডের কোন মাথা ব্যথা নেই। সভা করে চিঠি দিয়ে কাজের কাজ কিছুই হয়নি।

এলাকার কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার আশংকা প্রকাশ করে এ জনপ্রতিনিধি আরও অভিযোগ করেন, বছরের পর বছর প্রকল্প তৈরির নামে পানি উন্নয়ন বোর্ড তালবাহানা করে আসছে।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
চবির ভর্তি পরীক্ষা শুরু আজ, এক আসনে লড়বেন ৫৬ জন শিক্ষার্থী Jan 02, 2026
img
শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ হান্নান মাসউদের Jan 02, 2026
এক হয়ে কাজ করবে জামায়াত-বিএনপি? যা জানালেন জামায়াত আমির Jan 02, 2026
চতুর্মুখী কূটনৈতিক চাপে ভারত Jan 02, 2026
খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিকল্প প্রার্থীরা Jan 02, 2026
মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বাংলাদেশে! Jan 02, 2026
img
সবাই ‘না’ বলেছিলেন, রাজি হন শুধু সালমান Jan 02, 2026
img
জামায়াত প্রার্থী মাসুদের নেই জমি-বাড়ি, পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা Jan 02, 2026
আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার অগ্রগতি, পতন যুক্তরাষ্ট্রের Jan 02, 2026
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত Jan 02, 2026
যেসব নির্দেশনা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন Jan 02, 2026
রাক্ষস-আন্ধারে নতুন রূপে সিয়াম Jan 02, 2026
img
জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থীকে অব্যাহতি Jan 02, 2026
নিউইয়র্কে সুখী পরিবার গড়লেন পিয়া Jan 02, 2026
ভিলেন হয়ে ফিরছেন কারিনা কাপুর Jan 02, 2026
বছরে একটি সিনেমাই করবেন আলিয়া Jan 02, 2026
টানা জয়েও অস্বস্তিতে লিভারপুল, অ্যানফিল্ডে প্রতিপক্ষ লিডস ইউনাইটেড Jan 02, 2026
img
সন্দীপ রেড্ডীর ছবিতে প্রভাস ও তৃপ্তির পারিশ্রমিকে আকাশ-পাতাল ফারাক! Jan 02, 2026
img
যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে ২০০ বছরের পুরনো নথি নষ্ট Jan 02, 2026
img
বছর শুরুর দিন চেলসি ছাড়লেন কোচ মারসেকা Jan 02, 2026