সিলেটে নভেম্বর থেকে ফ্রি ওয়াই-ফাই জোন সুবিধা

আগামী নভেম্বর থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে নগরীর গুরুত্বপূর্ণ ৬২ এলাকা ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আসবে।

প্রক্ল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে প্রকল্পের কার্যাদেশ হয়ে গেছে। চলতি মাসেই কাজ শুরু হবে। এরপর আগামী নভেম্বর থেকে নগরবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন। সেই সঙ্গে সিলেট ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকরাও বিনামূল্যের এ সুবিধা ভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথমে পরীক্ষামূলকভাবে নগরীর ৬২টি এলাকায় ওয়াই-ফাই জোন করা হচ্ছে। এ উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে পুরো নগরীকে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় নিয়ে আসা হবে।

প্রাথমিক অবস্থায় সিলেট নগরীর যে ৬২ এলাকা ফ্রি ওয়াইফাই জোনের অ্যাকসেস পয়েন্ট থাকবে তার মধ্যে রয়েছে- চৌকিদেখি, আম্বরখানা, দরগা গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ফুটওভার ব্রিজ এলাকা, হাসান মার্কেট এলাকা, সুরমা ভ্যালি রেস্ট হাউজ এলাকা, সার্কিট হাউজ জালালাবাদ পার্ক এলাকা, কিন ব্রিজের দুই প্রান্ত, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, কদমতলী পয়েন্ট ও সংলগ্ন এলাকা, হুমায়ুন রশীদ চত্বর, আলমপুর পাসপোর্ট অফিস এলাকা, বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকা, সিলেট শিক্ষা বোর্ড, উপশহর রোজভিউ পয়েন্ট, শাহজালাল উপশহর ই-ব্লক ও বি-ব্লক, টিলাগড় পয়েন্ট, এমসি কলেজ এলাকা, দক্ষিণ বালুচর, টিচার্স ট্রেনিং কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শাহী ঈদগাহ এলাকা, কুমারপাড়া জামে মসজিদ এলাকা ও কুমারপাড়া সড়ক, নাইওরপুল পয়েন্ট, মিরাবাজার সড়ক, রায়নগর এলাকা, সোবহানীঘাট পুলিশ স্টেশন এলাকা, ধোপাদীঘিরপাড় বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, বন্দরবাজার জামে মসজিদ এলাকা, নয়াসড়ক পয়েন্ট ও সংলগ্ন এলাকা, কাজীটুলা এলাকা, চৌহাট্টা সড়ক, হাউজিং এস্টেট সড়ক, সুবিদবাজার, মিরের ময়দান, পুলিশ লাইনস সড়ক, রিকাবীবাজার জেলা স্টেডিয়াম, মদন মোহন কলেজ এলাকা, মির্জাজাঙ্গাল সড়ক এলাকা, পাঁচ ভাই রেস্টুরেন্ট এলাকা, খুলিয়াপাড়া এলাকা, নর্থইস্ট ইউনিভার্সিটি এলাকা, তালতলা হোটেল গুলশান এলাকা, কাজীরবাজার সেতু এলাকা, কাজীরবাজার সড়ক, খোজারখলা সিলেট টেকনিক্যাল কলেজ এলাকা, ওসমানী মেডিকেল কলেজ এলাকা, বাগবাড়ী ওয়াপদা মহল্লা, পাঠানটুলা, মদিনা মার্কেট পয়েন্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট।

প্রকল্প সূত্রে জানা যায়, এসব অ্যাকসেস পয়েন্টের একেকটিতে একসঙ্গে ৫০০ জন যুক্ত থাকতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টে ব্যান্ডউইডথ থাকবে ১০ মেগাবিট/সেকেন্ড। চারদিকে ১০০ মিটার এলাকা এর আওতায় থাকবে। এ সুবিধা পেতে সেলফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে পাসকোড আসবে। তবে ওয়েবসাইটে প্রবেশাধিকার ও ডাউনলোড থাকবে নিয়ন্ত্রিত। ব্যবহারকারীর সব তথ্য জমা থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটাবেজে।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান বলেন, আশা করছি, চার মাসের মধ্যে সিলেট নগরবাসী ফ্রি ওয়াই-ফাই সুবিধা ভোগ করতে পারবে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এক বছর এসব ওয়াই-ফাই জোন দেখভাল করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। পরে সিটি করপোরেশন তদারক করবে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিনা মূল্যে ওয়াই-ফাই জোন দেখভালের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিটি করপোরেশনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তিন মাস পরপর এ কমিটি বৈঠক করে প্রকল্পের মূল্যায়ন করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Aug 19, 2025
img
নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু Aug 19, 2025
img
ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই Aug 19, 2025
img
মৎস্যসম্পদ নিরূপণে বাংলাদেশি জলসীমায় নামছে নরওয়ের গবেষণা জাহাজ Aug 19, 2025
img
লাস ভেগাসে জাস্টিন বিবার সেজে মঞ্চে উঠে বিপাকে যুবক Aug 19, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে বিএনপি : নার্গিস বেগম Aug 19, 2025
img
সজীব ভূঁইয়ার আগ্রহে ৫১ লাখের স্টেডিয়াম প্রকল্প ১৪ কোটিতে, সংবাদের প্রতিবাদ মন্ত্রণালয়ের Aug 19, 2025
img
শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন Aug 19, 2025
img
দেশি মাছের বৈচিত্র্য রক্ষায় জলাশয় সংরক্ষণে কাজ করে যাব : মৎস্য উপদেষ্টা Aug 19, 2025
img
প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে গেছে ভারতের এশিয়া কাপের দল ঘোষণা Aug 19, 2025
img
ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর ‘প্রতিরোধ পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা Aug 19, 2025
img
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন রাবাদা Aug 19, 2025
আমি প্রিন্স মামুন সাথে কোন সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম না Aug 19, 2025
ডাকসু মনোনয়নের সময় বাড়ানোর ব্যাখ্যা দিলেন চীফ রিটার্নিং কর্মকর্তা Aug 19, 2025
img
জাফলংয়ে অবৈধভাবে পাথর লুট, অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে মামলা Aug 19, 2025
img
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে‌ হত্যা মামলায় যুবলীগ নেতা মনা গ্রেপ্তার Aug 19, 2025
img
ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বিসিবি সভাপতির নানা নির্দেশনা Aug 19, 2025
img
জুলাই সনদে অনৈক্য থাকলেও আইনগত সমাধান সম্ভব: সালাহউদ্দিন Aug 19, 2025
img
পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না Aug 19, 2025
img
অস্ট্রেলিয়ার একাধিক কূটনীতিদের ভিসা বাতিল করল ইসরায়েল Aug 19, 2025