শপথ নিবেন সুলতান-মোকাব্বির

অবশেষে অবসান হতে যাচ্ছে সকল জল্পনা-কল্পনার। শপথ নিতে যাচ্ছেন গণফোরামের দুই দলীয় সাংসদ সিলেট-২ আসনের মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসনের সুলতান মোহাম্মদ মনসুর। তাদের শপথ গ্রহণের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি শনিবার দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, তারা বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জাতীয় ঐক্যফ্রন্ট তোলার পর তাদের জোট থেকে বিজয়ীদের শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়।

বৃহস্পতিবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের রাজনৈতিক মিত্রদের সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও উপস্থিত ছিলেন না ঐক্যফ্রন্ট থেকে ভোটে বিজয়ী বিএনপির পাঁচ এবং গণফোরামের দুজন।

গণফোরাম থেকে নির্বাচিত দুজন শপথ নিচ্ছেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। যে দুজন প্রার্থী নির্বাচনে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা তাদের বিষয়ে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানকে পরাজিত করেন যুক্তরাজ্য প্রবাসী মোকাব্বির খান। ওই আসনে শুরুতে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা। তার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সমর্থন দেয়া হয় মোকাব্বির খানকে।

আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে মৌলভীবাজার-২ আসনে সাংসদ নির্বাচিত হন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী সুলতান মোহাম্মদ মনসুর। প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এম শাহীনকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন সদ্য গণফোরামে যোগদানকারী আওয়ামী লীগের সাবেক এ নেতা।

টাইমস/এএস/ কেআরএস

Share this news on: