চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর 'বিজয়' উদযাপন তখনই করা যায়, যখন ওই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামোর পুরোপুরি বিনাশ করা যায়।
আমরা গণঅভ্যুত্থান শক্তিরা মনে করছি, আমরা পুরোপুরি বিজয়ী হয়ে গেছি। কিন্তু না, আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্যই লড়ছি।
তিনি আরো বলেন, এই লড়াইয়ে একতাবদ্ধ না থেকে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চূড়ান্ত বিজয় থেকে আমাদেরকে ছিটকে ফেলবে। আর এ কারণেই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে একতা দরকার।
আমাদের কেউ লক্ষ্যচ্যুত হলে, বাকিদের দায়িত্ব চূড়ান্ত বিজয়ের পথে সকলকে আহ্বান করা, সকলকে ঐক্যবদ্ধ রাখা।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের যে পতন হয়েছে, ঠিক প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা আমাদেরকে হটিয়ে আবারও ফিরে আসবে। সুতরাং বিপ্লবী শক্তি এক থাকুন, একতাবদ্ধ থাকুন। চূড়ান্ত বিজয় ছাড়া আপনি আমি কেউই নিরাপদ নয়।
এসএন