চীনের সঙ্গে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি সই পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চীন সফর শেষে মোট ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। এসব চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই চুক্তির গুরুত্ব তুলে ধরেন।

চুক্তির পাশাপাশি উভয় দেশ ৭ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারকেও স্বাক্ষর করে। এসব সমঝোতা প্রকল্প পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। প্রধানমন্ত্রী জানান, এসব সমঝোতা স্মারক ও চুক্তির বাস্তবায়নের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

চীন সফরের শেষে এক বিদায়ী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করব।’ তিনি আশা প্রকাশ করেন, নতুন চুক্তি ও উদ্যোগ উভয় দেশের জন্য বাস্তব সুফল বয়ে আনবে।
বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন শেহবাজ শরিফ। এ সময় দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিপিইসি (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর) দ্বিতীয় ধাপের আওতায় নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উভয় দেশ পাঁচটি নতুন অর্থনৈতিক করিডর চালুর বিষয়ে সম্মত হয়। যার মধ্যে কৃষি, খনন ও খনিজ, টেক্সটাইল, শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, মিডিয়া ও কৃষি খাতে সহযোগিতাও জোরদার করা হয়।

দুই নেতা সর্বকালীন কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। এ সময় একটি যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়, যা পারস্পরিক সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে চীনের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের চীনা মূলধন বাজারে ‘পান্ডা বন্ড’ ইস্যু করার পরিকল্পনার কথা জানান। তিনি করাকোরাম হাইওয়ে পুনঃসংলগ্নকরণ, মেইন লাইন-১ রেলপথ উন্নয়ন ও গওয়াদার বন্দর সচল করার মতো গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শেহবাজ শরিফ জানান, আসন্ন বেইজিং বিনিয়োগ সম্মেলনে ৩০০-এরও বেশি পাকিস্তানি ও ৫০০ চীনা কোম্পানি অংশ নেবে। এতে ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতার সুযোগ বাড়াবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী লি চিয়াং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এতে দুই দেশের অভিন্ন ভিশন- অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শহিদুল আলমের জাহাজের ওপরে উড়েছে সামরিক বিমান Oct 06, 2025
img
১৩ বছর বয়সে নিখোঁজ তরুণী, অনুসন্ধানকারী পুলিশই হলো জীবনসঙ্গী Oct 06, 2025
img
নির্বাচনের ফাঁকা মাঠে একাই খেলছে জামায়াত : মোস্তফা ফিরোজ Oct 06, 2025
img
সিরিজ শুরুর আগেই তিনে ব্যাটিংয়ের পরিকল্পনা পেয়েছিলেন সাইফ Oct 06, 2025
img
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ফিরতে হতে পারে অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থীকে Oct 06, 2025
img
সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি আজ Oct 06, 2025
img
জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে : সোহেল Oct 06, 2025
img
হু হু করে বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে স্থানীয়রা Oct 06, 2025
জুলাই সনদ গণভোটের সময় নিয়ে দ্বন্দ্ব বিএনপি-জামায়াত মতভেদ Oct 06, 2025
শহিদুল আলম জানালেন, গাজায় পৌঁছাতে কত সময় লাগবে Oct 06, 2025
আফরোজা আব্বাসকে পরিচালনা পর্ষদে নিতে ৩.১৩ কোটি শেয়ার উপহার Oct 06, 2025
গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল Oct 06, 2025
জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা, মাঠে নজরদারি শক্তিশালী Oct 06, 2025
লুইস-বিএনপি বৈঠকে হুমায়ুন কবিরকে সিলেটের প্রার্থী ঘোষণা Oct 06, 2025
img
আফগান এশিয়ার দ্বিতীয় সেরা দল নয়, স্বীকার করলেন ট্রট Oct 06, 2025
'গণ অধিকার পরিষদে একজন শুধুমাত্র নেতৃত্ব ছিলাম না, আমি একধরনের ডোনারও ছিলাম' Oct 06, 2025
img
ফৌজদারি মামলায় যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ গ্রেপ্তার Oct 06, 2025
img
আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা Oct 06, 2025
img
হামজার তিন আর সামিতের এক সেশন নিয়ে মন্তব্য ক্যাবরেরার Oct 05, 2025
img
অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইইউ নেতাদের নতুন পদক্ষেপের ঘোষণা Oct 05, 2025