চীনের সঙ্গে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি সই পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চীন সফর শেষে মোট ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। এসব চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই চুক্তির গুরুত্ব তুলে ধরেন।

চুক্তির পাশাপাশি উভয় দেশ ৭ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারকেও স্বাক্ষর করে। এসব সমঝোতা প্রকল্প পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। প্রধানমন্ত্রী জানান, এসব সমঝোতা স্মারক ও চুক্তির বাস্তবায়নের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

চীন সফরের শেষে এক বিদায়ী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করব।’ তিনি আশা প্রকাশ করেন, নতুন চুক্তি ও উদ্যোগ উভয় দেশের জন্য বাস্তব সুফল বয়ে আনবে।
বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন শেহবাজ শরিফ। এ সময় দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিপিইসি (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর) দ্বিতীয় ধাপের আওতায় নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উভয় দেশ পাঁচটি নতুন অর্থনৈতিক করিডর চালুর বিষয়ে সম্মত হয়। যার মধ্যে কৃষি, খনন ও খনিজ, টেক্সটাইল, শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, মিডিয়া ও কৃষি খাতে সহযোগিতাও জোরদার করা হয়।

দুই নেতা সর্বকালীন কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। এ সময় একটি যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়, যা পারস্পরিক সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে চীনের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের চীনা মূলধন বাজারে ‘পান্ডা বন্ড’ ইস্যু করার পরিকল্পনার কথা জানান। তিনি করাকোরাম হাইওয়ে পুনঃসংলগ্নকরণ, মেইন লাইন-১ রেলপথ উন্নয়ন ও গওয়াদার বন্দর সচল করার মতো গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শেহবাজ শরিফ জানান, আসন্ন বেইজিং বিনিয়োগ সম্মেলনে ৩০০-এরও বেশি পাকিস্তানি ও ৫০০ চীনা কোম্পানি অংশ নেবে। এতে ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতার সুযোগ বাড়াবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী লি চিয়াং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এতে দুই দেশের অভিন্ন ভিশন- অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী Dec 05, 2025
img
নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র চলছে: মুফতি ফয়জুল করিম Dec 05, 2025
img
বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন : মির্জা ফখরুল Dec 05, 2025
img
চলতি বছর যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে ৩২৫৮ জন ভারতীয়কে Dec 05, 2025
img
জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: প্রেস সচিব Dec 05, 2025
img
আসছে ‘ফ্যামিলি ম্যান’ সিজন ৪ Dec 05, 2025
img
আইফোনে চালু হলো চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট Dec 05, 2025
img
শেখ হাসিনা সরকারের কারা নির্যাতনেই খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা: মির্জা ফখরুল Dec 05, 2025
img
প্রথম বাংলাদেশী নারী মহাকাশচারী প্রার্থী সারাহ করিম Dec 05, 2025
img
মৌসুমী চ্যাটার্জি কেন সফলতার শীর্ষে যেতে পারেননি? Dec 05, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম Dec 05, 2025
ছোটোরা কথা শোনো না? | ইসলামিক প্রশ্নোত্তর Dec 05, 2025
ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে প্রস্তুত পিরোজপুরের মানুষ— সাঈদ খান Dec 05, 2025
img
ফুটবলে অদ্ভুত ঘটনা, খেলা শুরুর আগেই লাল কার্ড Dec 05, 2025
কোনোকিছু শুরু করেও শেষ করতে পারেন না? | ইসলামিক প্রশ্নোত্তর Dec 05, 2025
img
আইসিসির নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তাইজুল Dec 05, 2025
img
ভূমিকম্প ঝুঁকি রোধে একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে : রাজউক চেয়ারম্যান Dec 05, 2025
img
হাসিনার ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত : সাদিক কায়েম Dec 05, 2025
img
পবিত্র দাইভা চরিত্র অপমানের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা Dec 05, 2025
img
খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা : মির্জা ফখরুল Dec 05, 2025