মালয়েশিয়ায় ৮ মাসে ৩৫ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত গত ৮ মাসে ৩৫ হাজার ২২৫ জন অভিবাসী আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটককৃতদের অধিকাংশই ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে প্রবেশ, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, গত ৮ মাসে দেশজুড়ে ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়েছে। এ সময় ১ লক্ষ ৫২ হাজার জনের বৈধতা যাচাই করা হয়েছে। একই সময়ে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেয়ার জন্য ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ২৮ আগস্ট পর্যন্ত মোট ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিন অবৈধ প্রবাসীদের জন্য নতুন জরিমানা নীতি ঘোষণা করেন এই মন্ত্রী। যা মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য কার্যকর হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অভিবাসন কেন্দ্রগুলোতে ভিড় কমানো এবং অবৈধ অভিবাসীদের মামলার দ্রুত নিষ্পত্তি করা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই নীতি আগামী মাস থেকে কার্যকর হবে। এই নীতির আওতায় অতিরিক্ত সময় অবস্থানের মেয়াদ অনুযায়ী বিভিন্ন অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। ১ থেকে ৩০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানের জন্য প্রতিদিন ৩০ রিঙ্গিত করে জরিমানা ধার্য করা হবে, যা সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত হতে পারে।

তিনি আরও জানান, ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানের জন্য এককালীন ১ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানের জন্য ২ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে। যাদের অতিরিক্ত অবস্থানের মেয়াদ ৯০ দিনের বেশি, তাদের ক্ষেত্রে আগের মতোই আদালতে মামলা দায়ের করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, এই নতুন নীতিটি এমন অবৈধ অভিবাসীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাদের অতিরিক্ত অবস্থানের পেছনে বৈধ কারণ থাকতে পারে, যেমন- অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ।
তিনি আরও বলেন, ‘জরিমানা আরোপের মাধ্যমে আমরা একটি মামলা এক দিনের মধ্যে নিষ্পত্তি করতে পারব, যেখানে আগে ১৪ দিন পর্যন্ত সময় লাগত। এতে করে অভিবাসন কেন্দ্রগুলোতে ভিড় এড়ানো সম্ভব হবে।’

গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ২৫টি অভিবাসন কেন্দ্রে ২০ হাজার ৭৫০ জন আটক ছিলেন। এর মধ্যে ১২ হাজার ২৩১ জন পুরুষ, ৩ হাজার ৩ জন নারী এবং ২ হাজার ৯২ জন শিশু। এই নতুন নীতির মাধ্যমে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং তাদের মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ করতে চাইছে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী Dec 05, 2025
img
নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র চলছে: মুফতি ফয়জুল করিম Dec 05, 2025
img
বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন : মির্জা ফখরুল Dec 05, 2025
img
চলতি বছর যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে ৩২৫৮ জন ভারতীয়কে Dec 05, 2025
img
জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: প্রেস সচিব Dec 05, 2025
img
আসছে ‘ফ্যামিলি ম্যান’ সিজন ৪ Dec 05, 2025
img
আইফোনে চালু হলো চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট Dec 05, 2025
img
শেখ হাসিনা সরকারের কারা নির্যাতনেই খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা: মির্জা ফখরুল Dec 05, 2025
img
প্রথম বাংলাদেশী নারী মহাকাশচারী প্রার্থী সারাহ করিম Dec 05, 2025
img
মৌসুমী চ্যাটার্জি কেন সফলতার শীর্ষে যেতে পারেননি? Dec 05, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম Dec 05, 2025
ছোটোরা কথা শোনো না? | ইসলামিক প্রশ্নোত্তর Dec 05, 2025
ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে প্রস্তুত পিরোজপুরের মানুষ— সাঈদ খান Dec 05, 2025
img
ফুটবলে অদ্ভুত ঘটনা, খেলা শুরুর আগেই লাল কার্ড Dec 05, 2025
কোনোকিছু শুরু করেও শেষ করতে পারেন না? | ইসলামিক প্রশ্নোত্তর Dec 05, 2025
img
আইসিসির নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তাইজুল Dec 05, 2025
img
ভূমিকম্প ঝুঁকি রোধে একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে : রাজউক চেয়ারম্যান Dec 05, 2025
img
হাসিনার ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত : সাদিক কায়েম Dec 05, 2025
img
পবিত্র দাইভা চরিত্র অপমানের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা Dec 05, 2025
img
খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা : মির্জা ফখরুল Dec 05, 2025