মুক্তিপণের দাবিতে সিরাজগঞ্জ ও ফরিদপুর থেকে অপহৃত এক কলেজছাত্রীসহ তিনজনকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা।
মঙ্গলবার বিকালে র্যাব-১ এর বিশেষ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, ২৯ সেপ্টেম্বর বিকালে চার থেকে পাঁচজন যুবক ফরিদপুর থেকে স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে (১৯) মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে। একদিন পর অপহরণকারীরা মোবাইল ফোনে স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দেয়া না হলে ওই ছাত্রীকে হত্যা করার হুমকি দেয়। সেই সঙ্গে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতিও দেখান তারা।
অপহরণকারীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কলেজছাত্রীকে ফেলে রেখে অপহরণকারীরা চন্দ্রার দিকে পালিয়ে যায়। এরপর সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে র্যাব।
এদিকে ১ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ থানার দেবীপুর এলাকার ইউসুফ আলীর ছেলে সুমন (১৫) এবং রশিদ মিয়ার ছেলে জিহাদ হাসানকে (১৫) অপহরণ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলা সদরের রাজবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে উদ্ধার করা হয়।
টাইমস/এসআই