ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সেবামূলক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, সেখানে সংগঠনটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার দুপুরে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টা থেকে সারাদিনব্যাপী পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে তারা। এই অভিযানে বিশ্ববিদ্যালয়ের অধীন সব হল শাখার নেতাকর্মী নিজ নিজ হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সুশৃঙ্খল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছিল, ২১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা পক্ষ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, উপঢৌকন দেওয়া, আপ্যায়ন বা আর্থিক সহায়তার মতো কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকবে। এসব কার্যক্রমকে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনও নিশ্চিত করেছেন, পরিচ্ছন্নতা অভিযানের মতো কর্মসূচি আচরণবিধির আওতায় পড়বে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। অভিযোগ এলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ দাবি করেছেন, এটি কোনো সেবামূলক কর্মসূচি নয়। বরং নির্বাচনী প্রচারণার কারণে ক্যাম্পাসে সৃষ্ট অস্বস্তিকর পরিবেশ দূর করতেই পরিচ্ছন্নতা অভিযান নেওয়া হয়েছে।
টিকে/