২০২৩ সালে যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ। দারুণ পারফর্ম করে অল্প সময়েই সকলের নজর কাড়েন ডানহাতি এই পেসার। ২০২৪ সালের বিপিএলেও বর্ষণ দুটি ম্যাচ খেলেছিলেন। এরপরই তার তিক্ত সময় শুরু, পায়ের ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন।
বর্ষণ গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছিলেন। এরপর গেল ১৫ মাস ধরেই লড়ছেন ইনজুরির সঙ্গে। তবে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার আশা ছিল তরুণ এই পেসারের। শেষ পর্যন্ত সেটাও হলো না। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
বর্তমানে ঢাকাতেই রয়েছেন বর্ষণ। অনুশীলন করছেন নিজের বোলিং নিয়ে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো ৬ সপ্তাহ লাগবে পূর্ণ ফিট হতে। সেক্ষেত্রে টি-টোয়েন্টির এনসিএলেও খেলা হবে না বর্ষণের।
এক গণমাধ্যমকে এই পেসার জানিয়েছেন, আগামী লাল বলের এনসিএলে খেলার লক্ষ্য তার। সেটা না হলেও বিসিএলের ওয়ানডে ফরম্যাট দিয়ে ফিরতে চান।
এখন পর্যন্ত লিস্ট ‘এ’তে ৬ এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্ষণ। যেখানে তার শিকার ৬ উইকেট। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশি এই পেসার ৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন। দেশীয় বোলারদের মধ্যে তার ওপরে ছিলেন কেবল শেখ পারভেজ জীবন। যদিও টুর্নামেন্টটিতে তিনি এক ম্যাচ (৫ ম্যাচে ১০ উইকেট) বেশি খেলেছেন।
এসএস/এসএন