ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট রহস্যজনকভাবে গায়েব হয়ে যাচ্ছে। সর্বশেষ, শিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে ফেসবুকে সার্চ করেও তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাদিক কায়েম ছাড়াও শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থী মু. সাজ্জাদ হোসেন খানের ফেসবুক আইডিও ডিজেবল করার অভিযোগ পাওয়া গেছে।
সাজ্জাদ বলেন, ‘আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে।’
একই অভিযোগ তুলেছেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজনের আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। অনেকের আইডি একটু পরপর লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’
এর আগেও একই ধরনের অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, ‘বারবার সাইবার অ্যাটাকের মাধ্যমে আমার আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীরা, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।’
ইএ/টিকে