রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কমিশন ঐকমত্য নামে তৈরি হলেও, তাদের সুপারিশ দেশকে অনৈক্য ও বিভেদের দিকে ঠেলে দিতে পারে। মূল ইস্যু গণভোট কিভাবে হবে তা নিয়েও বিতর্ক রয়েছে।
নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন।
তিনি বলেন, কমিশন গণভোটের পর ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছে। তবে বাস্তবে এটি সংঘাত তৈরি করতে পারে বলে তার ধারণা।
জাহেদ উর রহমান বলেন, ডিবেট আগে শেষ হয়েছে, গণভোটে প্রস্তাবিত সংস্কারগুলো ইতিমধ্যেই জনগণের অনুমোদন পেয়েছে। নতুন কোন বিরোধ বা সংশোধনের সুযোগ নেই।
জাহেদ উর রহমান আশা প্রকাশ করেন, সরকার সতর্কতা অবলম্বন করবে এবং রাজনৈতিক অস্থিরতা এড়াতে ব্যবস্থা নেবে। তিনি বলেন, কমিশন বিভিন্ন রিপোর্ট একত্রিত করে গণভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে পারত। তিনি প্রশ্ন তোলেন, যদি গণভোটই অনুষ্ঠিত হতে হয় নোট অফ ডিসেন্ট ছাড়া, তাহলে ঐক্যমত কমিশনের কাজের উদ্দেশ্য কি।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন প্রক্রিয়ায় কোনো বাধা যাতে না আসে, সে জন্য আমাদের খুবই সতর্ক থাকা জরুরি।
পিএ/এসএন