ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কাদেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের তিনি এ অভিযোগ তোলেন।

আবদুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালো আছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মনে হচ্ছে। কিন্তু কিছু অসঙ্গতিও দেখলাম। কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন যে, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আর বিশৃঙ্খল পরিবেশও দেখেছি। ১০০ গজের মধ্যে স্লিপ কিংবা টোকেন দেয়া যাবে না। কিন্তু এমন শৃঙ্খলা মানা হয়নি। তবে নির্বাচন কমিশন ঠিক থাকলে ভালো কিছু সম্ভাবনা আছে।’

বাগছাস সমর্থিত এক প্রার্থী প্রচারণা চালাচ্ছে-- এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কাদের বলেন, ‘এমনটা হয়ে থাকলে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু আমরা প্যানেলের প্রত্যেককে এ বিষয়ে সতর্ক করে দিয়েছি। আমার মনে হয় না আর কেউ এমন করবে।’

তিনি আরও বলেন,
শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরও প্রচারণা চালাচ্ছে। এখন যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে লোকবল রাখার কথা ছিল, সেটা চোখে পড়েনি। এটা আমাদের জন্য উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো, নির্বাচন কমিশন বিষয়টা আমলে নেবে।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।

এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।

এবারের নির্বাচনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।

ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

র্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমকে ডাকসুতে ভিপি প্রার্থী করেছে ছাত্রশিবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এখন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং এজিএস প্রার্থী আবু বাকের মজমুদার। এ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুনও জুলাই আন্দোলন সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন তিনি বাগছাসের মুখপাত্র।

সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের ভিপি প্রার্থী করেছে শেখ তাসনীম্ আফরোজ ইমিকে। জিএস প্রার্থী করেছে ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুকে। আর এজিএস পদে প্রার্থী জাবির আহমেদ জুবেল বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

স্বতন্ত্র প্রার্থীদের থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল গড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। এই প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। উমামার প্যানেলের এজিএস প্রার্থী জাহেদ আহমদ পাঠচক্রের প্ল্যাটফর্ম ‘গুরুভার আড্ডা’র সংগঠক।

ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল-বাংলাদেশ জাসদ) নিয়ে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ১৩ জন প্রার্থী দিয়েছে।

এ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় বিসিএল-জাসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক এনামুল হাসান অনয় এ প্যানেলের জিএস এবং ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অদিতি ইসলাম এজিএস প্রার্থী।

ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবার ভিপি প্রার্থী করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে। জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে এবং এজিএস পদে লড়ছেন ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মুক্তি পেলো জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার Nov 08, 2025
“ইরান একদিনেই ইসরাইল ধ্বংস করতে সক্ষম” Nov 08, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 08, 2025
আগামী নির্বাচনে মিরাকল হতে পারে: তাহের Nov 08, 2025
গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে, বললেন মির্জা ফখরুল Nov 08, 2025
রাজনৈতিক দলগুলোর মতবিরোধে আটকে আছে গণভোট ও জুলাই সনদ Nov 08, 2025
'নির্বাচনের আগেই গণভোট হতে হবে' Nov 08, 2025
img
নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই Nov 08, 2025
img
জায়েদ খানের মা আর নেই Nov 08, 2025
img
কারিনা, প্রিয়াঙ্কা, সোনমদের শুভেচ্ছায় সিক্ত ক্যাটরিনা-ভিকি দম্পতি Nov 08, 2025
img
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন Nov 08, 2025
img
যুবদল নেতার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন Nov 08, 2025
img
রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক Nov 08, 2025
img
সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ Nov 08, 2025
img
জোটে যাওয়ার বিষয়ে নুরুল হক নুরের প্রতিক্রিয়া Nov 08, 2025
img
দলগুলোর ঐকমত্য হবে না, তারা বিভিন্ন মহলের স্বার্থ দেখে: ফরহাদ মজহার Nov 08, 2025
img
চলতি সপ্তাহে কিছু অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামবে তাপমাত্রা Nov 08, 2025
img
শেখ রাসেল পরিষদের নেতা রাব্বী ‘অস্ত্রসহ’ গ্রেপ্তার Nov 08, 2025
img
জাহানারা ইস্যুতে মুশফিকুর রহিমের মন্তব্য Nov 08, 2025
img
নিবন্ধনের দাবিতে ৩ দিন ধরে অনশনে আমজনতার তারেক রহমান Nov 08, 2025