দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় রিভলবারসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানার কমিটির সহসম্পাদক মো. রাব্বী সরদারকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে কোন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর পানগাঁও এলাকায় সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে এক ব্যক্তি পালিয়ে গেলেও রাব্বী সরদারকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
ইউটি/টিএ