ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
জানা যায়, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়।
এর প্রতিবাদে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
সকাল সোয়া ৮টায় ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, সকাল সাড়ে ৮টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং মহাসড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন।
এ সময় রাস্তায় শতাধিক গাড়ি আটকা পড়েছে। অ্যাম্বুলেন্স এবং বিদেশগামী যাত্রী ব্যতীত কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ভাঙ্গার সঙ্গে সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। ভাঙ্গার দুটি ইউনিয়ন কেটে পাশের আসনে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন।
সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়ক, সকাল সাড়ে ৮টায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক এবং ৯টা ৪০ মিনিট থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে।’
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘বর্তমানে ভাঙ্গা থেকে সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করছেন।’
টিকে/