থুতুকাণ্ডের পর লিগস কাপ কর্তৃপক্ষ লুইস সুয়ারেজকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে শাস্তি সেখানেই শেষ হচ্ছে না ইন্টার মায়ামি তারকার। এবার এমএলএসেও অতিরিক্ত নিষেধাজ্ঞা পেলেন সুয়ারেজ।
গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের গায়ে থুতু মারেন সুয়ারেজ। সেই ঘটনার প্রেক্ষিতে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ এবার অতিরিক্ত শাস্তি হিসেবে এমএলএসে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এই উরুগুইয়ান তারকাকে।
ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড আগামী ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স এবং ২০ সেপ্টেম্বরে ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ম্যাচগুলো মিস করবে। এর আগে লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটি নিশ্চিত করেছিল ফাইনাল বাঁশি বাজার পর অখেলোয়াড়সুলভ আচরণের জন্য সুয়ারেজকে টুর্নামেন্টের ভবিষ্যৎ আসরগুলোতে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।
ইন্টার মিয়ামি লুমেন ফিল্ডে অনুষ্ঠিত লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে যায়। ম্যাচ শেষে সুয়ারেজ মাঠে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের এক স্টাফের গায়ে থুতু ছেটান।
ঘটনার পর সুয়ারেজ প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'এটি ছিল প্রবল উত্তেজনা ও হতাশার একটি মুহূর্ত, যেখানে খেলা শেষ হতেই কিছু ঘটনা ঘটে যা হওয়া উচিত ছিল না, তবে তাতেও আমার প্রতিক্রিয়া ন্যায়সঙ্গত হয় না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এটাই সেই ছবি নয় যা আমি আমার পরিবারের সামনে তুলে ধরতে চাই, যারা আমার ভুলে কষ্ট পায়, আমার ক্লাবের সামনেও নয়, যারা এরকম কিছু কারণে নিজেদের প্রভাবিত দেখতে প্রাপ্য নয়।'
ইন্টার মিয়ামিও বিবৃতি দিয়ে সুয়ারেজের আচরণের নিন্দা জানিয়েছিল।
এদিকে এমএলএস এক ঘোষণায় জানিয়েছে, সিয়াটল সাউন্ডার্সের স্টাফ স্টিভেন লেনহার্টের অংশগ্রহণে ফাইনালের পর দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এর কারণে তাকে ২০২৫ মৌসুমের বাকি সময় ও প্লে-অফে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হবে।
'লেনহার্ট কেবল সিয়াটল সাউন্ডার্সের হোম ম্যাচগুলোতে জনসাধারণের জন্য নির্ধারিত আসনে বসতে পারবেন। তিনি মাঠের কাছাকাছি বা মাঠে, কিংবা লকার রুম বা টানেলের আশেপাশে থাকতে পারবেন না। তার প্রবেশাধিকার ২০২৬ এমএলএস মৌসুম শুরুর আগে পুনরায় পর্যালোচনা করা হবে,–এমএলএস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
সাউন্ডার্সকে লিগের পক্ষ থেকে জরিমানাও করা হয়েছে এবং 'প্রবেশাধিকার অপব্যবহারের' কারণে একটি অপ্রকাশিত অঙ্কের অর্থ প্রদান করতে হবে।
ইন্টার মিয়ামির খেলোয়াড় সার্জিও বুসকেটস এবং তোমাস আভিলেসও লিগস কাপের শাস্তি পেয়েছেন। তাদের যথাক্রমে দুই ও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এমএলএস তাদের বিরুদ্ধে অতিরিক্ত কোনো ব্যবস্থা নেয়নি।
শার্লট এফসির বিপক্ষে পরের ম্যাচে খেলতে তাদের কোনো বাধা নেই।
ইএ/টিকে