১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) দুপুর আনুমানিক ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনায় এ হস্তান্তর কর্যক্রম সম্পন্ন হয়। এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজিবি সূত্রে জানা যায়, এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি এলাকার সীমান্তের মেইন পিলার ৭৬-এর নিকট শূন্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বৈঠকে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরিন্দার সিং। আলোচনা শেষে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

হস্তান্তরকৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরা জেলার মারিয়ালা থানার বিলবকছড়া গ্রামের মৃত মতিলাল বাসারের মেয়ে আবিদা সরকার (৫৪), খুলনা জেলার রূপসা থানার নেহালপুর গ্রামের মো. আব্দুল রহমান শেখের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৪), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের মো. সুলতান আলী মন্ডলের ছেলে মো. কামাল হোসেন ওরফে কমল (৩৩), যশোর জেলার কোতয়ালী থানার ফরিদপুর গ্রামের মৃত মো. কামাল শেখের ছেলে মো. কাওছার শেখ ওরফে রাজিম (২৪), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার আন্দুলপোতা গ্রামের নিত্যানন্দ মিস্ত্রির ছেলে ঠাকুর পদ মিস্ত্রি (৩৫), বগুড়া জেলার নন্দিগ্রাম থানার দেওটা গ্রামের মো. সিরাজুল ইসলাম প্রামাণিকের ছেলে মো. আব্দুস সালাম (২০), সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মথুরেশপুর ডাকঘরের দেওয়া গ্রামের সায়েদ আলী গাজীর ছেলে মো. আব্দুল কাদের (২৭), মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদী গ্রামের মতলেব মোল্লার ছেলে মো. কবির মোল্লা (৩৮), খুলনা জেলার বটিয়াঘাটা থানার হোগলবুনিয়া গ্রামের ভূপতি কুমার মন্ডলের মেয়ে সুইটি বালা (৩৫), সুইটি বালা তার অপ্রাপ্তবয়স্ক শিশু কন্যাসহ ভারতে প্রবেশ করেছিলেন। নরসিংদী জেলার সদর থানার বাদারপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে সাহাদাত হোসেন (২৬) এবং নরসিংদী জেলার সদর থানার বদুয়ারচর গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩২)।

লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বিএসএফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়ার পর, আইনগত প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরণের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা Dec 21, 2025
img
ফের ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল Dec 21, 2025
img
ইউক্রেন যুদ্ধ নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন পুতিন Dec 21, 2025
img
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে আদি মহাবিশ্বের দানবীয় নক্ষত্রের সন্ধান Dec 21, 2025
img
আজ ২১ ডিসেম্বর: নাটোর হানাদার মুক্ত দিবস Dec 21, 2025
img
আজ শেষ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ Dec 21, 2025
img

টিএফআই সেলে গুম ও রামপুরায় ২৮ হত্যা

১২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির Dec 21, 2025
img
ভিসা জটিলতায় কর্মীদের সতর্ক করল প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল Dec 21, 2025
img
জুলাই আন্দোলন মামলার নথি চুরির ঘটনায় নতুন মামলা Dec 21, 2025
যে দুটি জিনিস অনেকেই জানে না | ইসলামিক জ্ঞান Dec 21, 2025
হাদির কবরস্থান জিয়ারত করে যা জানালেন জামায়াতের আমীর Dec 21, 2025
img
২১ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল? Dec 21, 2025
img
ব্যাপক বন্যার কবলে দুবাই Dec 21, 2025
img
প্রেম করছেন প্রেসিডেন্ট পুতিন Dec 21, 2025
img
জানাজা শেষে ৬ শান্তিরক্ষী সেনার প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Dec 21, 2025
img
আচমকা সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি Dec 21, 2025
img
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ Dec 21, 2025
img

বিবিএসের জরিপ

দেশের ৪৩ শতাংশ মানুষের নিজস্ব ফোন নেই Dec 21, 2025
img
আমি আপনাদের এলাকার জামাই, ভালোবাসা দিবেন : গিয়াস উদ্দিন তাহেরি Dec 21, 2025
img
কুয়াশার চাদরে ছেয়ে গেছে তেঁতুলিয়া, ফের কমল তাপমাত্রা Dec 21, 2025