একদিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে এনেছে নগদ

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক একদিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে এসেছে।

বৃহস্পতিবার নগদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন থেকে সকল টেলিটক গ্রাহক নগদ এর সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা গ্রহণের জন্য টেলিটক গ্রাহকদের শুধু নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে হবে।

৬০ লাখ গ্রাহকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসা উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: