জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, আজ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পরীক্ষা। জাকসু নির্বাচন যদি সুষ্ঠুভাবে শেষ করতে পারে সরকার। তাহলে তারা দ্বিতীয় পরীক্ষায় পাশ এবং আত্মবিশ্বাস ফিরে পাবে। তাছাড়া মানুষও আস্থা পাবে আগামী নির্বাচনটা তারা ঠিকভাবে শেষ করতে পারবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এক বছর আগে ড. ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর যে উচ্ছ্বাস ছিল, সেটা ধীরে ধীরে কমে গেছে। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি। বলা হলো, তারা নির্বাচন করতে সক্ষম না।
কিন্তু ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়াতে তারা প্রথম পরীক্ষায় পাশ করল। আজকে তাদের দ্বিতীয় পরীক্ষা জাকসু নির্বাচন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির।
নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন।
ডাকসুর ভিপি (সহসভাপতি) নির্বাচিত হয়েছেন শিবিরের নেতা মো. আবু সাদিক কায়েম। জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। আর এজিএস (সহসাধারণ সম্পাদক) হয়েছেন মুহা. মহিউদ্দীন খান।
এ দিকে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ইএ/টিএ