৪৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নেপালে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী কাঠমাণ্ডুতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক নাজমুল হাসান।
নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের শাসনামল ছিল অবাধ দুঃশাসনের প্রতিচ্ছবি। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন চালিয়ে একটি পরিবারতান্ত্রিক স্বৈরাচার প্রতিষ্ঠা করা হয়েছে।’
তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন, যেখানে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ রাস্তায় নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায়। শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও জিহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাজমুল হাসান বলেন, ‘এই তরুণরাই আগামীর বাংলাদেশ গঠনের ভিত্তি। তাদের বীরত্বগাথা কোনো দিন মুছে ফেলা যাবে না।’
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহের দৃষ্টি আকর্ষণ করে নাজমুল হাসান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাই।’
সম্মেলনে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতি, শ্রম অধিকার, নাগরিক স্বাধীনতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় করেন।
ইউটি/টিএ