পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যুর পর তার পরিধেয় পোশাক থেকে রক্তের দাগের সন্ধান মিলেছে। ফরেনসিক প্রতিবেদনে উঠে আসা এ তথ্য তার মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।
দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হুমাইরার টি-শার্ট ও ট্রাউজারে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ তার দেহের কঙ্কাল ছাড়া গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়নি।
গুরুত্বপূর্ণ অঙ্গের অনুপস্থিতি তদন্তকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে যা তার মৃত্যুর কারণ উদঘাটন কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে জাতীয় রক্ত ও ডিএনএ ডেটাবেজ না থাকা জৈবিক নমুনা মেলানোর ক্ষেত্রে একটি বড় বাধা।
পুলিশের সূত্র অনুযায়ী, হুমাইরার একটি মোবাইল ফোন এখনো নিখোঁজ রয়েছে। তদন্তকারীদের ধারণা মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তার শেষ দিনগুলো এবং সম্ভাব্য কোনো হুমকির বিষয়ে আলোকপাত করতে পারে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই হুমাইরা আসগারকে তার ডিফেন্স ফেজ ভি-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। গত সাত বছর ধরে তিনি সেখানে একাই থাকতেন।
এসএস/এসএন