বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন প্রলম্বিত ও পিছিয়ে দিতে স্বার্থান্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হলে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন।
ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কোনদিন জয়যুক্ত হতে পারেনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলার গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণের শক্তির কাছে সকল ষড়যন্ত্রকারী মাথা নত করেছে। এমনকি মাথা নত করে পালিয়ে গেছে।
কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়। সকল ষড়যন্ত্রের জবাব ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে দিই। কোন অন্যায়-অবিচার, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি আর বাংলার মাটিতে হবে না- ইনশাল্লাহ।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিরাজ উদ্দিন কাইয়া, শাহজাহান ফকির প্রমুখ।
সমাবেশে বেশ কয়েকজন নেতাকর্মীর দলীয় সদস্যপদ নবায়ন করা হয়।
কেএন/টিকে