সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণায় আটক ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে। যাচাই-বাছাই শেষে ওই বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার হাকিমপুর সীমান্ত থেকে রাঙ্গামাটির কদবানু বেগম ও ইসরাফিল হুসাইন, সাতক্ষীরার শ্যামনগরের মো. মাহফুজ গাজী, বাগেরহাটের রিতা বৈদ্য ও রাজ বিশ্বাস, গাজীপুরের মো. আলী আশিক স্বাধীন, চট্টগ্রামের সোলান কান্তি দেব, বেবী রানী পাল, লক্ষ্মী দেব ও হারী প্রেমকে আটক করে বিএসএফ।
পরদিন বিকেল ৪টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় পতাকা বৈঠক হয়। এরপর বিজিবির কাছে আটকদের হস্তান্তর করা হয় । বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আটকদের সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জিম্মায় সোপর্দ করার আবেদন করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবির সোপর্দ করা বাংলাদেশিদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
কেএন/টিএ