সব ভুলে ক্রিকেটকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জেতার পর ওমানের বিপক্ষে বড় জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে পাকিস্তান। এবার দলটির সামনে ভারত পরীক্ষা। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সে ভারতকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছেন অধিনায়ক সালমান আলী আঘা। তবে পাকিস্তানের কাজ শুধু ভারতকে হারানো নয়, সেটাই মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম আকরাম।

শক্তি-সামর্থ্যে স্বাভাবিকভাবেই পাকিস্তানের এগিয়ে ভারত। এশিয়া কাপের এবারের আসরের শিরোপা জেতার তালিকায় সবচেয়ে ফেভারিট সূর্যকুমার যাদবের দল। পাকিস্তানের জন্যও ম্যাচটি বড় পরীক্ষা হবে তা নিশ্চিত। আর তাই পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার বলেছেন, শুধু ভারতকে হারানোর প্রত্যয়ে না থেকে সালমানদের উচিত হবে এশিয়া কাপ জেতা।

লম্বা সময় ধরে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ভারত-পাকিস্তান লড়াইয়ের একমাত্র ভরসা এখন এসিসি কিংবা আইসিসির টুর্নামেন্ট। অন্যান্য সময়ের মতো ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপেও দুই দলকে একই গ্রুপে রাখা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একে অপরের বিপক্ষে খেলতে নামবে ভারত ও পাকিস্তান।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের পরিসংখ্যান ভারতের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে তিন দেখার দুইটিতে ভারত ও একটিতে পাকিস্তান জয় পেয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় এই ম্যাচে একে অপরকে হারাতে মরিয়া থাকবে। সেই ম্যাচের আগে পাকিস্তানের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের সাবেক পেসারের চাওয়া, ক্রিকেটাররা যাতে শুধু ভারতকে হারানোর স্বপ্ন না দেখে। তিনি বলেন, ‘ভারতকে হারিয়ে দিব, পাকিস্তানের লক্ষ্য শুধু এমন হওয়া উচিত না। আসল লক্ষ্যটা হওয়া উচিত এশিয়া কাপ জেতা। এমনকি যদি বড় দলের সঙ্গে হেরেও যাও তাহলে আবার ঘুরে দাঁড়াও এবং টুর্নামেন্টে ভালো খেলো।’

চলতি বছরে পেহেলগামে ঘটে যাওয়ার ঘটনার পর সামরিক যুদ্ধে জড়ায় পাকিস্তান ও ভারত। কয়েক দিনের ব্যবধানে যুদ্ধবিরতিও দেয় তারা। তবে এখনো দুই দেশের মানুষের মনে সেই ঘটনার রেশ রয়ে গেছে। বিশেষ করে ভারতের জনগণ কিংবা সমর্থকরা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না। এমনকি আদালত পর্যন্তও গেছেন অনেকে।

সম্প্রতি সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তান ম্যাচ বয়কট করে ভারত। এশিয়া কাপেও সেই শঙ্কা ছিল। যদিও সেটা নাকচ করে দিয়েছে ভারত ও পাকিস্তান। সেই ঘটনার পর প্রথম ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই দুই দেশের সমর্থক ও ক্রিকেটারদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা যেতে পারে। ওয়াসিম আকরাম অবশ্য সব ভুলে ক্রিকেটকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন।

ভারত ও পাকিস্তানের দ্বৈরথকে একটি ম্যাচ হিসেবেই দেখার পরামর্শ দিয়েছেন সাবেক এই পেসার। ওয়াসিম আকরাম বলেন, ‘এটা ক্রিকেট খেলা, উপভোগ করো। ক্রিকেট ছাড়া বাকি সব ভুলে যাও। একটা দল জিতবে আরেকটা দল হারবে। চাপ সামলাও, ডিসিপ্লিন থাকো এবং মুহুর্তটা উপভোগ করো। দুই দল ও সমর্থকদের জন্য এটা শুধুমাত্র একটা ম্যাচ।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সেই ফাইয়াজের ভাই এবার জাকসুর জিএস Sep 13, 2025
img
ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার Sep 13, 2025
img
জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই Sep 13, 2025
হাইকমিশনের খালি গাড়িতে ডিম নিক্ষেপ, নিরাপদেই ছিলেন মাহফুজ আলম Sep 13, 2025
‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে’ Sep 13, 2025
img
লিটমাস টেস্টের ফল কী বার্তা দিচ্ছে? Sep 13, 2025
img
চীনা বাণিজ্য সম্মেলনে যোগ দিল বাংলাদেশি প্রতিনিধি দল Sep 13, 2025
img
পিআর পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না: মাহমুদুর রহমান মান্না Sep 13, 2025
img
পাকিস্তানে সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১৯ সৈন্যের Sep 13, 2025
img
দেড় কোটি টাকা কানাডায় মেয়ের কাছে পাচার, অভিযোগে ও আলোচনায় সাবেক প্রধান শাহীনুল Sep 13, 2025
img
ফের শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করছে দেশ Sep 13, 2025
img
জাকসুর ফলাফল ঘোষণায় এত সময় লাগার কারণ Sep 13, 2025
img
জাকের ও শামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ Sep 13, 2025
‘আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি, গোপালগঞ্জে দেখে এসেছি’ Sep 13, 2025
img
ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় গর্বিত সাদিক কায়েমের বাবা Sep 13, 2025
img
জুবিমেন্দির জোড়াগোলে আর্সেনালের দাপুটে জয় Sep 13, 2025
img
বিসিবির দায়িত্ব নিয়ে আবেগ প্রকাশ করলেন সাইমন টাফেল Sep 13, 2025
img
গতানুগতিক ধারার ভোটে ফের ফ্যাসিস্ট তৈরি হবে, টাকা পাচার হবে : রেজাউল করীম Sep 13, 2025
img
জামায়াত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না: মাসুদ সাঈদী Sep 13, 2025
img
অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ : ডিএমপি কমিশনার Sep 13, 2025