কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন জন্য রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন তার ছেলে ইমাম নাহিল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ইমাম নাহিল সাংবাদিকদের বলেন, মায়ের মরদেহ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যে রাখা হবে শহীদ মিনারে।
এরপর বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে। সেখানে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রওনা হওয়া হবে কুষ্টিয়ার উদ্দেশে বলেও জানান তিনি। ইমাম নাহিল বলেন, মাকে আমরা কুষ্টিয়াতে দাফন সম্পন্ন করব, তার ইচ্ছা অনুযায়ী।
তার মেয়ে জিহান ফারিয়া বলেন, মা মর্যাদা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার শেষ ইচ্ছে ছিল কুষ্টিয়া যাওয়ার। বাবা-মার কবরের পাশে দাফন করার শেষ ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
ফরিদা পারভীনে দ্বিতীয় স্বামী গাজী আব্দুল হাকিম জানান, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন এবং শহীদ মিনারে শ্রদ্ধা এবং জানাজা হোক, সম্মান পাক এটাই আমার চাওয়া।
ইউটি/টিএ