আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেবে বার্সেলোনা। নিজ মাঠে লামিন ইয়ামালকে ছাড়া ম্যাচটা খেলতে হবে কাতালানদের। চোটের কারণে ম্যাচে থেকে ছিটকে গেছেন তিনি।
ইয়ামালের অনুপস্থিতি বার্সেলোনার জন্য বড় ধাক্কা।
শুধু লা লিগা নয়, বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিসংখ্যান বলছে, ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বার্সেলোনা লা লিগায় কোনো ম্যাচ জিততে পারেনি ইয়ামালকে। গত মৌসুমে ইনজুরির কারণে তাকে ছাড়া তিন ম্যাচ খেলতে হয়েছিল কাতালানদের। এই তিন ম্যাচের মধ্যে রিয়াল সোসিয়েদাদের কাছে হার, সেল্টা ভিগোর সঙ্গে ড্র এবং অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল তারা।
এই রেকর্ড ভ্যালেন্সিয়ার জন্য কিছুটা আশার বার্তা বয়ে আনতে পারে। গত মৌসুমে বার্সেলোনার কাছে তিন ম্যাচে মোট ১৪-২ গোলে হারলেও এবার প্রতিপক্ষের বড় তারকার অনুপস্থিতি তাদের বাড়তি অনুপ্রেরণা হতে পারে।
তবে কাগজে-কলমে বার্সেলোনা এখনো বেশ শক্তিশালী। মার্কাস রাশফোর্ড ও রুনি বার্ডঘজির মতো নতুন তারকাদের উপস্থিতি ফ্লিকের দলের জন্য হতে পারে ভরসার জায়গা।
এমকে/এসএন