৬ বলে তখন ১২ রান করতে হতো ঢাকা মেট্রোর। ব্যাটার তখন মাহফিজুল ইসলাম রবিন আর রাজশাহীর বোলার নাহিদ রানা। পর পর দুই বলে দুটি বাউন্ডারিতে ৮ রান তোলেন তিনি। পরের বলে জোড়া রান নিয়ে ম্যাচটি জিতে নেন তারা।
মাত্র ২৭ বলেই রাজশাহী বিভাগকে হারিয়ে জাতীয় লিগ শুরু করল ঢাকা মেট্রো। রাজশাহীর ব্যাটার সাব্বির রহমানের ঝোড়ো ইনিংসটা বৃথা গেল মাহফিজুলের ঝড়ে।
রাজশাহী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি লম্বা সময় বন্ধ থাকার পর মাত্র ৫ ওভার করে মাঠে গড়ায়। আগে ব্যাটিং করা রাজশাহীর ব্যাটার সাব্বির রহমানের ১৫ বলের ৩৩ রানের ইনিংসে ৬০ রানের পুঁজি পায় তারা।
রান তাড়ায় ৩ বল বাকি রেখেই জয় তুলে নেয় ঢাকা মেট্রো। ১২ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ রানের অপরাজিত ইনিংসে জয়ে নায়ক মাহফিজুল ইসলাম। বৃষ্টিতে বগুড়ায় সিলেট-রংপুর বিভাগের মধ্যকার ম্যাচটি কোনো বল মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়।
এসএস/এসএন