মোদির মণিপুর সফরকে ঘিরে সমালোচনার ঝড়

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। জাতিগত সংঘাত শুরুর দুই বছরেরও বেশি সময় পর, রাজ্যটি সফর করায় বিরোধীরা তোপ দাগছেন। সহিংসতা বন্ধে নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় স্থানীয় রাজনীতিবিদরাও মোদির সমালোচনা করছেন। এদিকে, শনিবার তিন ঘণ্টার সফরে মণিপুরের চূরাচাঁদপুর ও ইম্ফলে দেয়া ভাষণে অঞ্চলটিতে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

মূলত, গত ২৮ মাস ধরেই জাতিগত সংঘাতে অশান্ত ভারতের মণিপুর। এতোদিন মণিপুর ইস্যুতে অনেকটা নীরবই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘাত শুরুর পর শনিবারই প্রথম গেলেন রাজ্যটিতে।

তিন ঘণ্টার ঝটিকা সফরে মোদি দেখা করেন সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে। এছাড়া রাজ্যের চুড়াচাঁদপুর ও ইম্ফলে জনসভায় অংশ নেন তিনি। এসময় জাতিগত সহিংসতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, মণিপুরে যেকোনো সহিংসতা দুর্ভাগ্যজনক। এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট অবিচার। মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, মণিপুর আশা ও আকাঙ্ক্ষার ভূমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুন্দর অঞ্চলে হিংসার ছায়া পড়েছিলো। কিছুক্ষণ আগে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তাদের সাথে সাক্ষাতের পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে মণিপুরের আশা ও বিশ্বাসের নতুন ভোর উদিত হতে চলেছে।

এদিকে, দীর্ঘদিন ধরেই মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদিকে তুলোধুনো করছেন বিরোধীরা। তার সফরকে ঘিরেও হচ্ছে ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন, সংঘাত শুরুর ৮৬৪ দিন পর মাত্র তিন ঘণ্টার জন্য মণিপুর সফর করে স্থানীয়দের অসম্মান করেছেন মোদি। বিরোধীদের অভিযোগ, এতোদিন রাজ্যটিকে ভারতের অংশই মনে করেননি তিনি।

কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, এখন তিনি সেখানে গিয়ে করবেনটা কি? দুই বছরের বেশি কেটে গেছে, প্রধানমন্ত্রী এই সময়ে মণিপুরকে ভারতের অংশই মনে করেননি। যখন মণিপুরবাসীর তাকে দরকার ছিল তখন তিনি সেখানে যাননি।

স্থানীয় রাজনীতিবিদদের অনেকেও হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সফরে মণিপুরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হয় এমন কোনো প্রতিশ্রুতি দেননি মোদি। শান্তি নিশ্চিতে নির্দিষ্ট রোডম্যাপ চান তারা।

উল্লেখ্য, মণিপুর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশপাশি বৃষ্টি উপেক্ষা করেই জনসমাবেশে অংশ নেয়ায় জনতাকে ধন্যবাদও জানান তিনি।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে : সারজিস আলম Sep 14, 2025
img
বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে : ফয়জুল করীম Sep 14, 2025
img
দুনিয়ার যে কোনো আদালতে সাজা নিশ্চিত করা সম্ভব: চিফ প্রসিকিউটর Sep 14, 2025
img
বন্ড-পুঁজিবাজারকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্যোগ Sep 14, 2025
img
মিয়ানমার থেকে আসা ২ লাখ ৪০ হাজার মাদক দ্রব্য জব্দ Sep 14, 2025
নবীজির ওহীর ঘটনা | ইসলামিক জ্ঞান Sep 14, 2025
img
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন Sep 14, 2025
রণবীরের জীবনে একমাত্র প্রেমিকা ছিল দীপিকা, দাবি নীতু কাপুরের Sep 14, 2025
লিটনদের একমাত্র পথ: আফগানিস্তানকে হারানো Sep 14, 2025
‘জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, এর কোনো বিকল্প নেই’ Sep 14, 2025
পার্লামেন্ট পুনর্বহালে চাপ বাড়াল নেপালের শীর্ষ আট দল Sep 14, 2025
বিলুপ্তির পথে এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদ Sep 14, 2025
img
আফ্রিদির ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেল পাকিস্তান Sep 14, 2025
লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৫ Sep 14, 2025
হলের ভিপি হয়ে মায়ের স্বপ্ন ছুঁলেন মেয়ে Sep 14, 2025
img
রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ Sep 14, 2025
চাকসু নির্বাচন নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা Sep 14, 2025
ঢাবিতে স্যানিটারি ন্যাপকিন মেশিন উপহার দিলো ছাত্রশিবির! Sep 14, 2025
img
আমিরাতে স্বর্ণের দামে নতুন রেকর্ড, বিনিয়োগকারীর আগ্রহ শীর্ষে Sep 14, 2025
img
বাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের Sep 14, 2025