ভারত-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মস্কোর বার্তা

মস্কোর সঙ্গে সহযোগিতা বজায় রাখার জন্য ভারতের প্রশংসা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন চাপ সত্ত্বেও সম্পর্ক ছিন্ন না করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। রাশিয়া টুডের (আরটি) এক প্রশ্নের উত্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণায় এমন তথ্য দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, “ভারত যেভাবে চাপ ও হুমকির মধ্যেও রাশিয়ার সঙ্গে বহুমুখী সহযোগিতা চালিয়ে যাচ্ছে এবং তা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, সেটি আমরা স্বাগত জানাই। অন্য কিছু কল্পনা করাও কঠিন,” বলে মন্তব্য করা হয়।

রাশিয়া-ভারত সম্পর্ক “স্থিতিশীল ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে,” বলে জানায় মন্ত্রণালয়। সেইসঙ্গে তারা যোগ করে, “এই প্রক্রিয়াকে ব্যাহত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হওয়ার জন্যই নির্ধারিত।”

মন্ত্রণালয়ের মতে, পশ্চিমা বিশ্বের সমালোচনার পরও ভারতের অবস্থান কেবল রাশিয়া-ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কৌশলগত স্বাধীনতার প্রতিচ্ছবিও।

রাশিয়ার ভাষ্য অনুযায়ী, দুই দেশের অংশীদারিত্ব “সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ মূল্য” হিসেবে বিবেচনা করে গড়ে উঠেছে। এ কারণেই এই সম্পর্ক “নির্ভরযোগ্য, পূর্বাভাসযোগ্য এবং প্রকৃত অর্থে কৌশলগত।”

রাশিয়ার মতে, ভারত ও রাশিয়া বর্তমানে বহুক্ষেত্রে যৌথ প্রকল্পে জড়িত রয়েছে, যার মধ্যে রয়েছে বেসামরিক ও সামরিক উৎপাদন, মহাকাশে মানব মিশন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং রাশিয়ায় তেল অনুসন্ধানে ভারতের বিনিয়োগ।

এছাড়াও দুই দেশ পেমেন্ট সিস্টেম, জাতীয় মুদ্রার ব্যবহার সম্প্রসারণ, এবং বিকল্প পরিবহন ও লজিস্টিক রুট তৈরিতে একসঙ্গে কাজ করছে। রাশিয়ার মতে, এগুলো কেবল সাময়িক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্র অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর নজিরবিহীন শুল্ক আরোপ করে। এতে শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, এরপর রাশিয়ার কাছ থেকে তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার দায়ে আরও অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা হিসেবে চাপানো হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, ভারতের রাশিয়া থেকে জ্বালানি আমদানি ইউক্রেন সংঘর্ষে পরোক্ষভাবে সহায়তা করছে।

ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যায়িত করে।

এই অভিযোগ এমন সময় আসে যখন ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত রয়েছে। যদিও এই সপ্তাহে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে বলে জানানো হয়, এর আগে খবর ছিল ভারত কৃষি ও দুগ্ধ পণ্যের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে, যেগুলোকে তারা “অত্যন্ত স্পর্শকাতর লাল রেখা” হিসেবে দেখে।

সূত্র: আরটি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লুৎফুজ্জামান বাবরকে স্যার স্যার করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img

পাপিয়া

আমরা কি বাংলাদেশে রোহিঙ্গা! Sep 14, 2025
img
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ Sep 14, 2025
img
পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজার হাজার শিক্ষার্থী Sep 14, 2025
img
দীর্ঘ নয় বছর পর শিবচরে কমিটি ঘোষণা করলো বিএনপি Sep 14, 2025
ব্যাপক অভিযানে সৌদিতে গ্রেপ্তার ২১ হাজারেরও বেশি প্রবাসী Sep 14, 2025
img
৬ বিভাগে ভারি বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা Sep 14, 2025
img
নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের Sep 14, 2025
img
রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস Sep 14, 2025
img
খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে : সারজিস আলম Sep 14, 2025
img
বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে : ফয়জুল করীম Sep 14, 2025
img
দুনিয়ার যে কোনো আদালতে সাজা নিশ্চিত করা সম্ভব: চিফ প্রসিকিউটর Sep 14, 2025
img
বন্ড-পুঁজিবাজারকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্যোগ Sep 14, 2025
img
মিয়ানমার থেকে আসা ২ লাখ ৪০ হাজার মাদক দ্রব্য জব্দ Sep 14, 2025
নবীজির ওহীর ঘটনা | ইসলামিক জ্ঞান Sep 14, 2025
img
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন Sep 14, 2025
রণবীরের জীবনে একমাত্র প্রেমিকা ছিল দীপিকা, দাবি নীতু কাপুরের Sep 14, 2025
লিটনদের একমাত্র পথ: আফগানিস্তানকে হারানো Sep 14, 2025
‘জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, এর কোনো বিকল্প নেই’ Sep 14, 2025
পার্লামেন্ট পুনর্বহালে চাপ বাড়াল নেপালের শীর্ষ আট দল Sep 14, 2025