কলকাতায় রাতের সৌন্দর্যে প্যারিসের ছোঁয়া

পূর্ব ভারতের প্রাণকেন্দ্র কলকাতা রাতের বেলায় যেন রূপ নেয় এক অন্যরকম শহরে। পুরোনো ঔপনিবেশিক ভবনগুলো, রাজবাড়ি, মন্দির, গির্জা আর বাজার—সবই এখন আলোর ছোঁয়ায় জেগে উঠছে নতুন প্রাণে। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, কলকাতা রাতের বেলায় যেন প্যারিসের মতো ঝলমল করে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে কলকাতা ইলুমিনেশন প্রজেক্ট যা পরিচালিত হচ্ছে একেবারেই নাগরিক উদ্যোগে। প্রকল্পটি চালাচ্ছেন ব্যবসায়ী ও কলকাতা প্রেমিক মুদার পাঠেরিয়া, যিনি একদল বন্ধু ও পরিচিতজনদের অনুদানে এই কাজ শুরু করেছিলেন।


তিনি বলেন, এটা কোনো সংস্থা নয়—না আছে কোনো সভাপতি, না কমিটি। আমরা শুধু একটিমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ। কিন্তু আমাদের লক্ষ্য বড়।
প্রকল্পের শুরুটা হয়েছিল একটি পুরনো মার্কেট ভবনের গম্বুজে রং করার ইচ্ছা থেকে। পরে দেখা যায়, দিনের আলোয় সেই সৌন্দর্য দেখা গেলেও রাতে তা হারিয়ে যায়। এরপরই সিদ্ধান্ত হয় আলোকসজ্জার, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা শহরে।

গত ২১ মাসে এরই মধ্যে ৯২টি ভবন আলোকিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক রাজ ভবন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হগ মার্কেট, বিভিন্ন গির্জা, মন্দির ও চত্বর।
মুদার বলেন, মডেলটা সহজ: তোমার ভবন, আমার আলো। তুমি শুধু বিদ্যুৎ বিল দাও, সেটাও আমি আগেই হিসেব করে জানিয়ে দিই।
তবে আলোকসজ্জার সঙ্গে আরও একটি চ্যালেঞ্জ সামনে আসে—ভবনগুলোর জরাজীর্ণ দশা। আলোর নিচে পরিষ্কার দেখা যায় ফাটল, ধসে পড়া অংশ আর নষ্ট ঘড়িগুলো। ফলে দরকার পড়ে সংস্কার ও পুনরুদ্ধার।

উদাহরণস্বরূপ, বিখ্যাত হগ মার্কেটের ঘড়িঘর, যা একসময় প্রতি ১৫ মিনিট পরপর বিভিন্ন সুরে বাজতো, এখন দীর্ঘদিন ধরে নীরব। সেই ঘড়ি সারানোর দায়িত্ব নিয়েছেন শহরের একমাত্র চতুর্থ প্রজন্মের ঘড়ি মিস্ত্রি স্বপন দত্ত ওরফে ‘ঘড়ি-বাবু’, যিনি এরই মধ্যে এক ডজনেরও বেশি পুরনো ঘড়ি মেরামত করেছেন।

এটি শুধু এক ধরণের শহর আলোকসজ্জা প্রকল্প নয়। কলকাতা রিস্টোরারস-এর মূল উদ্দেশ্য হলো শহরের প্রতি মানুষের ভালোবাসা ও গর্ব ফিরিয়ে আনা।
লেখিকা হিমানজলি শঙ্কর বলেন, আমরা অনেক সময়ই শুনি কলকাতা পিছিয়ে পড়ছে। কিন্তু এইসব আলো দেখিয়ে দেয়, কেউ কেউ এখনো শহরটাকে ভালোবাসে ও তার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায়।

যেখানে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শহরের পুরোনো ঐতিহ্য অনেক সময় ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ বলে বাতিল করা হয়, সেখানে মুদার পাঠেরিয়া প্রমাণ করছেন, সাধারণ মানুষও ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্ব দিতে পারে।

কলকাতা বাই নাইট ট্যুরে দাঁড়িয়ে পাঠেরিয়া ইশারা করেন এক গোটা রাস্তার দিকে, যেখানে সব ভবনই এখন আলোকিত। আমার লক্ষ্য ২০০টি ভবন আলোকিত করা। তাহলেই কলকাতা হবে দেশের সবচেয়ে মনোমুগ্ধকর রাতের শহরগুলোর একটি।

সূত্র: বিবিসি

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে : দেব Dec 22, 2025
img
বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ Dec 22, 2025
img
দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ Dec 22, 2025
img
বাচ্চাদের সুস্থ রাখতে খাবারের তালিকায় দুধের সঙ্গে কী মিশিয়ে খাওয়ান শাহিদ-মীরা? Dec 22, 2025
img

রাকসু জিএস

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি Dec 22, 2025
img
এবার নিজের গল্প নিয়ে পর্দায় এলেন মেলানিয়া ট্রাম্প Dec 22, 2025
img
নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা Dec 22, 2025
img
বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করবে, আশাবাদী ফাহিম Dec 22, 2025
img
বাংলাদেশের ফিফা র‌্যাংকিং অপরিবর্তিত Dec 22, 2025
img
অভিনেত্রী মৌবনীকে বিয়ের শুভেচ্ছাবার্তা জানালেন নরেন্দ্র মোদি Dec 22, 2025
img
কোন কারণে 'ধুরন্ধর' থেকে তামান্নাকে সরানো হয়? Dec 22, 2025
img
ভোটাধিকার কারও দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার: প্রধান উপদেষ্টা Dec 22, 2025
শব্দদূষণ ঠেকাতে মাঠে নামছে পুলিশ Dec 22, 2025
img
ঢাকা-১৭ আসনে মনোনয়ন ফরম নিলেন তাজনুভা জাবীন Dec 22, 2025
img
'অ্যানিম্যালকে' পেছনে ফেলে ইতিহাসে 'ধুরন্ধর' Dec 22, 2025
img

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাহবাগে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা Dec 22, 2025
img
চীনে আবিষ্কার হলো এশিয়ার বৃহত্তম স্বর্ণখনি Dec 22, 2025
img
ঢাকা-১২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাইফুল আলম নীরব Dec 22, 2025
img
তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস Dec 22, 2025
img
হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল একসময় নাটকে অভিনয় করতেন Dec 22, 2025